সুখবর দিলেন স্বাগতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:২৭ পিএম
সুখবর দিলেন স্বাগতা
স্বাগতা ও তার স্বামী । ছবি: ফেসবুক

জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। পাশাপাশি গান, মডেলিং ও উপস্থাপনায় নিজের দ্যূতি ছড়িয়েছেন তিনি। এখন অভিনয়ে আগের মতো নিয়মিত পাওয়া যায় না তাকে। নতুন সংসার নিয়েই ব্যস্ততা তার। এবার তিনি ভক্তদের দিলেন নতুন সুখবর। মা হতে চলেছেন এই অভিনেত্রী।

গত ১৮ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে নিজের বেবিবাম্পের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের এই সুখবর দেন স্বাগতা।

গত বছরের ১৮ জানুয়ারি স্বাগতা ও হাসান আজাদের বিয়ে হয়। বছর ঘুরে এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী আসতে না আসতেই তাদের কোলজুড়ে আসতে চলেছে সন্তান। তাইতো বিবাহবার্ষিকীতেই সবাইকে বেবিবাম্পের ছবি দেখালেন অভিনেত্রী।

রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় তাদের বিবাহবার্ষিকীর আয়োজন। সেই আয়োজনের ছবিতেই বোঝা যাচ্ছে, অন্তঃসত্ত্বা হয়েছেন স্বাগতা।
সেই জল্পনাকে সত্যি প্রমাণ করেই পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানালেন এই তারকা দম্পতি। এ ছাড়া ছবি প্রকাশের পর থেকেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসছেন স্বাগতা।

স্বাগতার স্বামী ড. হাসান আজাদ একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

Link copied!