• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৭ রজব ১৪৪৬

‘স্টার গসিপ’ নিয়ে ফিরছেন স্বাগতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৬:০৪ পিএম
‘স্টার গসিপ’ নিয়ে ফিরছেন স্বাগতা
জিনাত সানু স্বাগতা। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় মডেল অভিনেত্রী, সংগীতশিল্পী ও উপস্থাপিকা জিনাত সানু স্বাগতা। বর্তমানে নিজ দক্ষতায় অভিনয় ও উপস্থাপনায় সমানভাবে কাজ করে চলেছেন। অভিনেত্রী হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘শত্রু শত্রু খেলা’। এছাড়া নিয়মিত ছোট পর্দায়ও অভিনয় করেন। উপস্থাপনায় করলেও অনেকদিন নেই পর্দায়। তবে এবার উপস্থাপনায় ফিরছেন এই অভিনেত্রী।

‘স্টার গসিপ’ শিরোনামেন নতুন অনুষ্ঠান নিয়ে উপস্থাপনা করছেন তিনি।  অনুষ্ঠানের প্রথম পর্বে তার অতিথি আলোচিত ও সমালোচিত উদ্যোক্তা লায়লা। শিগগিরই অনুষ্ঠানটি মাই টিভিতে প্রচার হবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন স্বাগতা।

স্বাগতা একাধারে অভিনয়শিল্পী, উপস্থাপিকা ও সংগীতশিল্পী। অভিনয় করলেও  শৈশব থেকেই গান করেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। এছাড়া ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদল করেন। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন স্বাগতা। 

Link copied!