মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউট ও সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউট যৌথভাবে আয়োজন করেছে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশে নির্মিত বাংলা, চাকমা, মারমা ও গারো ভাষায় নির্মিত চলচ্চিত্র।
এক বিবৃতিতে জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজাল বলেন, “প্রতিবছর আমরা ভাষা শহীদের স্মরণে নানা আয়োজন করে থাকি। বাংলাদেশে বসবাসরত নাগরিকদের জাতীয় ভাষা বাংলা হলেও আমাদের ভূখণ্ডে বিভিন্ন ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর রয়েছে নিজস্ব মাতৃভাষা। আমরা মাতৃভাষার চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর মাতৃভাষাকেও শ্রদ্ধা জানাতে চাই। প্রতিবছর ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর ভাষার মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ফলে বাংলাদেশে ভাষাভিত্তিক যে বৈচিত্র্য রয়েছে, তা অদূর ভবিষ্যতে ধরে রাখা কষ্টকর হয়ে যাবে।”
এক বিবৃতিতে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের সম্পাদক নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, “বাংলা ভাষার জন্য এ দেশের অগ্নিসন্তানদের প্রাণ বলিদানের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। তাই আমাদের অন্যসকল ভাষার প্রতি আন্তরিক হওয়া প্রয়োজন। এ বছর মাতৃভাষার চলচ্চিত্র উৎসবের শুরু হতে যাচ্ছে ছোট পরিসরে। আমরা চেষ্টা করবো প্রতিবছর এ উৎসবকে বড় পরিসরে সাজাতে। উৎসাহিত করবো পাহাড়ে ও সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর ভাষায় চলচ্চিত্র নির্মাণে সহযোগিতা করতে।”
বুধবার বিকেল ৩টায় সাতমসজিদ রোডস্থ সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আলী আকবর খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় হাইকমিশন পরিচালিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃন্ময় চক্রবর্তী।
আলোচনা করবেন বাংলাদেশে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র গিরিকন্যার প্রযোজক মং উষা থোয়াই এবং জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজাল। সভাপতিত্ব করবেন সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাস।