চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট নিয়ে মুখ খুলতে শুরু করেছেন চিত্রনায়িকা নিপুণ আত্তার। এরই মধ্যে রিট ও করেছেন উচ্চ আদালতে। তার প্যানেল লড়ে হেরেছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেলের কাছে। এখন যুক্তরাষ্ট্রে আছেন নিপুণ আক্তার। সেখানে থেকে বুধবার রাতে হোয়াটসঅ্যাপে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নিপুণ।
তিনি বলেন, ‘ভোটের দিন সন্ধ্যায় ভোট গ্রহণ শেষ হলে আমি বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আমার এফডিসিতে আসি। তখন রাত হয়তো ১০টা বাজে। তার আগেই আমার প্যানেল থেকে নির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা আমাকে ফোন করে জানান, মিশা ডিপজল প্যানেল থেকে কেউ কেউ হুমকি দিচ্ছেন তাকে। কারণ, আগের দিন সাদিয়া ডিপজলের বিরুদ্ধে ভোট কেনার ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। আমি এফডিসিতে ফেরার পর পরিবেশ ঘোলাটে দেখতে পাই।
যতই রাত বাড়ছিল, ততই ভোটকেন্দ্র ও বাইরের পরিবেশ আমার কাছে হুমকিস্বরূপ মনে হচ্ছিল। সেদিনের এমন পরিবেশ আমি আগে কখনো দেখিনি এফডিসিতে। পুরো আঙিনা তারা দখলে নিয়েছিল। ভোটের গণনা শেষ হতে তখনো অনেক সময় বাকি ছিল, কিন্তু তাদের হাবভাবে মনে হচ্ছিল, তখনই তারা পুরো প্যানেল জিতে গেছে। আমি নিজেও নিরাপদ মনে করিনি ভোট গণনার পুরো রাত। তাই ভয়ে আমিসহ আমার প্যানেলের কয়েকজন এক নম্বর স্টুডিওর মেকাআপ রুমে তালা মেরে ভেতরে বসে ছিলাম ভোটের ফলাফল পর্যন্ত।’
নিপুণের দাবি, ওই রাতের অনিয়মের অনেক কিছুই প্রমাণ তার কাছে আছে। এই অভিনেত্রী অভিযোগ করে আরও বলেন, ‘নির্বাচন কমিশন বাতিল ভোটের সংখ্যা সঠিক দেননি। আমার জানামতে, ৮১টি ভোট বাতিল হয়েছে। কিন্তু তারা ৪০টি ভোট বাতিল দেখিয়েছে। এ নিয়ে স্পষ্ট করে কোনো কিছুই আমাদের প্যানেলকে জানায়নি নির্বাচন কমিশন।’
তিনি বলেন, ‘ রিট আরও আগেই করা উচিত ছিল। ভোট হয়েছে শুক্রবার। ভোটের ফলাফল এসেছে শনিবার সকালে। রোববারই রিটটি করা দরকার ছিল। কিন্তু আমি অসুস্থ হয়ে পড়া এবং জরুরি কাজে যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্রে আসার কারণে সেটি সম্ভব হয়নি। আমি আসার সময় সবকিছু প্রসেস করে রেখে এসেছিলাম। গত মঙ্গলবার আমার আইনজীবীর মাধ্যমে রিটটি করেছি।’
শুধু ভোটের দিনই নয়, ভোটের আগের দিন থেকেই মিশা-ডিপজল প্যানেলের সঙ্গে নির্বাচন কমিশন ও নির্বাচন আপিল বোর্ডের যোগসূত্রে এই অনিয়মের ঘটনা ঘটেছে বলে দাবি করেন নিপুণ।
আমি বারবার বলেছি, “হারজিত যা হোক, ফলাফল না নিয়ে এখান থেকে যাব না।” তখনো পোর্টফোলিও ভোটের বাক্সই খোলেনি, কীভাবে চেয়ারম্যান এসব বলতে পারেন?’
নিপুণের আরও বলেন , ‘আদালত তো আমাদের আস্থার জায়গা। যেসব ডকুমেন্টের ভিত্তিতে রিট করা হয়েছে, আমি বিশ্বাস করি, নবনির্বাচিত কমিটি স্থগিত হবে। আমাদের পক্ষে রায় আসবে।’
এদিকে নিপুণের অভিযোগের পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র শিল্পী সিমিতির নির্বাচন কমিশনের সভাপতি খোরশেদ আলম বলেন, ‘নিপুণ যেসব অভিযোগ নিয়ে নিয়ে আদালতে রিট করেছেন, কাগজপত্র হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব। এর আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’
ভোটে অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত মিশা-ডিপজল প্যানেলের নির্বাচিত কমিটির ফলাফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নায়িকা নিপুণ আক্তার। মঙ্গলবার উচ্চ আদালতে এ রিট করেন তিনি।
গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদি নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ বেশির ভাগ পদেই জয়লাভ করে মিশা-ডিপজল পরিষদ।