বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ দ্বিবার্ষিক নির্বাচননির্বাচনে ভোট দিয়েছেন এ তারকা। তবে কোন পক্ষকে সমর্থন করছেন তা প্রকাশ করেননি।
অপু বলেন, “এফডিসিতে এলে সব সময় ভালো লাগে। এখন তো উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে জয়-পরাজয় থাকেই। সবার জন্যই শুভকামনা।”
অন্যদিকে আলোচিত এ নির্বাচনে ভোট দেবেন না চলচ্চিত্রের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। এদের মধ্যে আছেন আহমেদ শরীফ, ফেরদৌস আহমেদ, মৌসুমী, অরুণা বিশ্বাস, শাকিব খান, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, রেসি, বিপাশা কবির, সোহানা সাবা, পপিসহ বেশ কয়েকজন শিল্পী। এরমধ্যে ফেরদৌস ও পপি ছাড়া বাকি সবাই বিদেশে অবস্থান করছেন।
জানা যায়, ২১ সদস্যবিশিষ্ট কমিটির বিপরীতে এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন। একটি প্যানেলে রয়েছেন মিশা-ডিপজল, অন্যটি মাহমুদ কলি-নিপুণ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। মধ্যাহ্ন বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট। গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে।
এবার নির্বাচনে মোট ভোটার ৫৭১ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ৫০ জন।