• ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০, ২৩ শা'বান ১৪৪৬

গুঞ্জনের মাঝেই ভাইরাল তানিয়া-শামিমের বিয়ের সাজের ছবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০২:৫২ পিএম
গুঞ্জনের মাঝেই ভাইরাল তানিয়া-শামিমের বিয়ের সাজের ছবি
অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা শামিম হাসান। ছবি: ফেসবুক থেকে

ছোট পর্দার দুই পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও শামিম হাসান। এর আগে ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন তারা। শোনা যায়, আরশ খানের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি শামিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানিয়া। এবার এমন গুঞ্জনের মাঝেই ভাইরাল তাদের বিয়ের ছবি। যা দেখে রীতিমতো চমকে গেছে তাদের ভক্ত-অনুরাগীরা।

বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রকাশ্যে এলো এক নয়া জুটির ছবি! বিয়ের সাজে তানিয়া বৃষ্টি ও শামিম হাসান! এ দেখে যেন চক্ষু চড়কগাছ নেটিজেনদের। তবে কি বিয়ে করলেন তানিয়া-শামিম?

এদিকে আরেক ছবিতে তাদের বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দেন তানিয়া। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিতে দেখা যায়, হলুদ শাড়িতে অভিনেত্রী। সঙ্গে জুড়েছেন ‍‍`থার্সডে স্টিকার‍‍`। অর্থাৎ, বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া, আর সে থেকেই বিয়ের সাক্ষাৎ জল্পনা!

এদিকে তানিয়া-শামিমের সেই ভাইরাল পোস্টে অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। অধিকাংশই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন; তবে সেটি না বুঝে কিংবা বিভ্রান্তির শিকার হয়ে!

আদতে এটি তানিয়া-শামিমের বিয়ের ছবি নয়, একটি নাটকের শুটিংয়ের চিত্র। তাই যারা ভুল বুঝেছেন, তাদের জন্য মন্তব্যঘরে একটি বার্তাও দেন শামিম। অভিনেতা লেখেন, ‘অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিং এর ছবি- চিয়ারস!’ সেই মন্তব্য ঘরে এক নেটিজেনের মন্তব্য, ‘আগেও বুঝেছিলাম, তাই অভিনন্দন জানাইনি’।

অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে যখন অভিনেতা আরশ খানের প্রেম গুঞ্জন তুঙ্গে, তখন বিষয়টি যেন এড়িয়েই গিয়েছিলেন তারা। কোনো ধরনের সম্পর্কে যে তারা নেই, এটিই বোঝাতে চেয়েছিলেন বারবার। এক পর্যায়ে দূরত্ব বাড়লে গুঞ্জন ওঠে- অভিনেতা শামিম হাসানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া।

এদিকে তানিয়ার সাম্প্রতিক কাজগুলোও বেশি ছিল শামিমের সঙ্গেই। দুজনকে নাকি বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গেছে। সে থেকেই তানিয়া-শামিমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়। এমন আবহেই তাদের বিয়ের ছবি নাড়িয়ে দিল পুরো ভক্তমহলকে।

Link copied!