সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হলো ২০ মার্চ প্রকাশ হওয়া ‘তুই সের হইলে, আমি সোয়া সের’ সংলাপ। এইটি একটি নাটকের সংলাপ।
গল্পটা তুমুল প্রেমের এবং পরাজয়েরও। গল্পটা এক গ্যাংস্টারের করুণ পরিণতিরও। এমনই এক অ্যাকশন রোমান্টিক থ্রিলার নিয়ে ঈদে হাজির হচ্ছেন নায়ক মুশফিক আর ফারহান। সঙ্গে নায়িকা কেয়া পায়েল।
অভিনয় দিয়ে রীতিমতো বাজিমাত করে দিলেন অভিনেতা মুশফিক আর ফারহান। দেখালেন তার অভিনয় দক্ষতা আর হিরোইজম। সঙ্গত কারণে অভিনেতা ভাসছেন ভক্তদের উৎসবে।
ফারহান বলেন, ‘‘সবই পরিশ্রম আর টিম ওয়ার্কের ফসল। টিজারটি প্রকাশের পর দর্শক-ভক্তদের যে উচ্ছ্বাস দেখছি দু’দিন ধরে, সেটি অবিশ্বাস্য। আমার বিশ্বাস ‘বাজি’ এই ঈদে বাজিমাত করতে যাচ্ছে।’’
সিএমভি’র ব্যানারে মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। ফিল্মিক এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ।
‘বাজি’র গল্পটি সাজানো হয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে। নাম জালাল। যে সব বাজিতেই জেতে। যদিও একবার এক মুরগী ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প।
নির্মাতা জানান, পুরো নাটকটির গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে। তবে এরমধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম। টিভি দর্শকরা এমন থ্রিলার জনরার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন সংশ্লিষ্টরা।
‘বাজি’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘বাজি’সহ প্রায় ২০টি কনটেন্ট উপহার দিচ্ছেন দর্শকদের। যার সব ক’টি ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে, সিএমভির ইউটিউব চ্যানেলে।