১৬ ডিসেস্বর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘স্মরণে বরণে বিজয় দিবস’। অনুষ্ঠানে থাকবে বিভিন্ন মঞ্চ পরিবেশনা এবং বিভিন্ন্ পণ্যসামগ্রীর স্টল।
ওইদিন সকাল ৭:৩০ মিনিটে স্টুডিও থেকে প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’। দুপুর ১২:৩০ মিনিটে প্রচার হবে ফ্রেশ-প্রিমিয়াম টি ‘তারকা কথন’।
বিকেল ৩:০৫ মিনিটে দেখানো হবে তৌকীর আহমেদ-এর পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’।
রাত ৯:৩৫ মিনিটে মিনিটে প্রচার হবে সতীর্থ রহমান-এর পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘তুমি আসবে বলে’।