• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী বৈভব, গাড়ির সঙ্গে কত টাকা পুরস্কার পেলেন ?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০৯:২০ এএম
‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী বৈভব, গাড়ির সঙ্গে কত টাকা পুরস্কার পেলেন ?
চ্যাম্পিয়ন বৈভব গুপ্তা। ছবি : সংগৃহীত

সংগীত বিষয়ক জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ এর ১৪তম সিজনে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের কানপুরের তরুণ বৈভব গুপ্তা। রোববার (৩ মার্চ) রাতে গ্র্যান্ড ফিনালে পর্বে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, এই বিজয়ের মাধ্যমে পুরস্কার অর্থ হিসেবে তাকে দেওয়া হয়েছে ২৫ লাখ রুপি। এছাড়া একটি বিলাসবহুল গাড়িও পেয়েছেন এই তরুণ।

বৈভব জানিয়েছেন, ‘আমি অনেক বেশি আনন্দিত ও কৃতজ্ঞ। মনে হয়েছিল, এটা অনেক দূরের স্বপ্ন; তাই চাপা মনেই চ্যাম্পিয়ন হওয়ার আশা পুষে রেখেছিলাম। যে মুহূর্তে আমার নামটি ঘোষণা করা হলো, সেটা জাদুকরি ছিল! আমার পরিবারও অনেক খুশি। এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমি জিতেছি।’

মেধাবী এই তরুণ জানান, তার সংগীত চর্চার পেছনে সবচেয়ে বড় সহযোগিতা করেছেন পরিবারের সদস্যরা। তাই তাদেরকেই পুরস্কারটি উৎসর্গ করেছেন।

এবারের আসরে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে শুভদীপ দাস চৌধুরী ও পীযূস পানওয়ার। তারা দুজনেই পেয়েছেন ৫ লাখ রুপি করে। তৃতীয় রানার আপ হয়ে তিন লাখ রুপি পেয়েছেন অনন্যা পাল।

আসরটিতে বিচারকের ভূমিকায় ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু। পুরো আয়োজনটি সঞ্চালনা করেছেন হুসাইন কুয়াজারওয়ালা। গ্র্যান্ড ফিনালে পর্বে বিশেষ অতিথি ছিলেন সনু নিগম।

 

Link copied!