চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক ফেরদৌস। সোমবার (৫ জুন) ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি। নায়ক ফেরদৌসকে সাংসদ হিসাবে দেখতে চিত্রনায়ক ওমর সানি এবং সায়মন সাদিক সমর্থন জানিয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুন ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেজবুকে স্ট্যাটাস দিয়ে চিত্রনায়ক ওমর সানি বলেন, “আমি কোনো দলের সাপোর্ট করি না, কিন্তু ছোট ভাই ফেরদৌস বলে কথা তার জন্য আবারও আবেদন করছি।” এ সময় একটি ছবিও আপলোড করেন এই অভিনেতা। এ গ্রুপ ছবিতে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্যদের সঙ্গে চিত্রনায়ক ফেরদৌসকে দেখা যাচ্ছে।
এদিকে নতুন প্রজন্মের চিত্রনায়ক সায়মন সাদিকও বৃহস্পতিবার (৮ জুন ) একটি স্ট্যাটাস দেন ফেরদৌসকে নিয়ে। এতে তিনি লেখেন, “ফেরদৌস ভাইয়াকে আমরা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।” এই স্ট্যাটাসের সঙ্গে সায়মন একটি পোস্টারও আপলোড করেন।
এই আসনে ফেরদৌস ছাড়াও ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সহ হিরো আলমের নির্বাচন করার কথা শোনা যাচ্ছে।