বলিউডের তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না একটি পত্রিকার ফটোশুট করতে গিয়ে পরস্পরের প্রেমে পড়েন। তারপর সময় গড়ানোর সঙ্গে মুজবুত হতে থাকে এ জুটির সম্পর্ক। ২০০১ সালে বিয়ে করেন এই তারকা যুগল। প্রায় ২২ বছরের দাম্পত্য অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না। এত বছর পরে অক্ষয়কে বিয়ে করার কারণ জানালেন টুইঙ্কেল খান্না।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, টুইঙ্কেল কেন অক্ষয়ের প্রেমে পড়েছিলেন? কেন অক্ষয়কে বিয়ে করেছেন সহ অক্ষয় কুমারের সঙ্গে দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন টুইঙ্কেল।
অক্ষয়ের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে টুইঙ্কেল খান্না লিখেছেন— “অক্ষয়কে বিয়ে করার বেশ কিছু কারণ ছিল। তার মধ্যে অন্যতম হলো আমি জানতাম অক্ষয় খুব ভালো বাবা হবে। আমি দেখেছি ও কীভাবে পরিবারের যত্ন নেয়।”
টুইঙ্কেল আরও বলেন, “আমার আশা ছিল, আমার ছেলে-মেয়েরা যেন বংশগত এই গুনটি পায়। আর পঞ্চাশ বছরের এই মানুষটাকে যখন দেখি আর ভাবি, আমার ছেলে-মেয়েরা ভাগ্যবান হবে যদি সত্যিই ওর কাছ থেকে কিছু পায়। অক্ষয় সব সময় নিজের পরিবারকে নিজের চেয়েও বেশি প্রাধান্য দেয়।”
এদিকে নিজের স্ত্রীর থেকে এমন প্রশংসা পেয়ে অক্ষয় বলেন,“সন্তানরা যদি কারও জিন পেয়ে থাকে, তাহলে বুদ্ধি পেয়েছে তোমার কাছ থেকে। পাশাপাশি জানান, স্ত্রী টুইঙ্কেলের কারণে সন্তানদের পড়াশোনা নিয়ে নিশ্চিন্ত অভিনেতা।”