সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন সুপারস্টার শাকিব খান। সেখানে ‘তুফান’ সিনেমা নিয়ে শাকিব বলেন, ‘দেশ বাড়ছে, কালেকশন বাড়ছে। সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর, দুবাই থেকে আমেরিকা এই ছবিটা হাউসফুল। আমরা সত্যিই বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যাব।’
শাকিব আরও বলেন, শুক্রবার (৫ জুলাই) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’। ভারতের বিগ বাজেটের সিনেমা প্রভাস ও দীপিকা অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’-র সঙ্গে ‘তুফান’ প্রতিদ্বন্দ্বিতা করছে। যা সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না।
আয়ের দিক থেকে ১০০ কোটির ক্লাবে যাচ্ছে তুফান। এই মুহূর্তে শাকিব অভিনীত সিনেমাটি ভারতে বিগ বাজেটের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-র সঙ্গে প্রেক্ষাগৃহে লড়ছে। নিজের অভিনীত সিনেমার এত বড় সাফল্যে তাই পারিশ্রমিক নিয়ে আবারও প্রযোজকদের হুঁশিয়ারি দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান!
চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তুফান’। কলকাতার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধা এ সিনেমা জনপ্রিয়তার আরও শিখরে নিয়ে যায় শাকিবকে। সিনেমাটি এখনও দেশ-বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। দর্শকের এত ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত অভিনেতা।
এরপরই ‘তুফান’ সিনেমার আয় নিয়ে শাকিব বলেন, আমার হিসাবে এ সিনেমাই ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে। আশা করছি, হবেই। তখন এ সিনেমার আয়ের ২৫ ভাগই আমার। একটু মুচকি হেসে শাকিব বলেন, তখন আমাকে ২৫ কোটি না দিলে কিন্তু প্রযোজকদের আমি দেখে নেব!