• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রকাশ্যে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’র ট্রেলার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০৩:৫৯ পিএম
প্রকাশ্যে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’র ট্রেলার
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

সবসময় ক্যামেরার পেছনেই কাজ করা বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অভিনীত প্রথম সিনেমা ‘অটোবায়োগ্রাফি’র ট্রেলার মুক্তি পেয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় চরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ট্রেইলারটি মুক্তি দেয়া হয়। একই সময়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ও ট্রেইলারটি এক্সক্লিউসিভভাবে প্রকাশ করে।

চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’-প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজেই নির্মাণ করছেন ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’- বা ‘অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডার অফ মনোগামী’ বা ‘মনোগামী’ নামে দুইটি সিনেমা।

‘অটোবায়োগ্রাফি’র এক মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্পের ঝলক। তাদের সম্পর্কের নানা চড়াই-উতরাই থেকে পরিণয়। 

এদিকে চলতি মাসে বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে ‘অটোবায়োগ্রাফি’র প্রিমিয়ার হবে। সিনেমাটি প্রতিযোগিতা বিভাগ ‘জিসোক’-এ নির্বাচিত হয়েছে। 

Link copied!