• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

বছরের সেরা ব্যবসাসফল ১০ সিনেমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০১:২৯ পিএম
বছরের সেরা ব্যবসাসফল ১০ সিনেমা

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল সিনেমার সংখ্যা নেহায়েতেই কম নয়। তবে পরিসংখ্যানের বিচারে ভারতের যে সিনেমাগুলো দর্শক মাতিয়ে সেরা ব্যবসাসফল সিনেমার তালিকায় এসেছে এরকম সেরা ১০ সিনেমার বার্তা দিয়েছে কইমইডটকম।

 ‘পুষ্পা ২’,  প্রায় তিন বছর অপেক্ষা শেষে ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত সিনেমা। মুক্তির পরই ঝড় তুলেছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সিনেমাটি। এ পর্যন্ত ‘পুষ্পা টু’ সিনেমার আয় ২২৩৪ কোটি টাকা ছাড়িয়েছে

আয়ের বিচারে সেরা ১০ সিনেমার তালিকায় হিন্দি সিনেমা আছে ৪টি, বাকি সব দক্ষিণি সিনেমা। হিন্দি সিনেমায় এবার বাজিমাত করেছে হরর-কমেডি ঘরানার সিনেমা, তালিকাতেও সেই প্রতিফলন আছে। এই তালিকার তিন ও ছয়ে থাকা ‘স্ত্রী ২’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’ হরর-কমেডি ঘরানার।

সেরা ১০ সিনেমার তালিকায় নায়িকাদের মধ্যে দীপিকা পাড়ুকোনের প্রাধান্য চোখে পড়ার মতো। তালিকার দুইয়ে থাকা  ‘কল্কি ২৮৯৮এডি’ ও তালিকার আটে থাকা ‘ফাইটার’ সিনেমার নায়িকা তিনি। শীর্ষে থাকা ছবি ‘পুষ্পা ২’-এর নায়িকা রাশমিকা মান্দানা। এমন হিট ছবির পর প্রযোজকদের কাছে তাঁর চাহিদা নিশ্চিতভাবেই আরও বাড়বে।

এই তালিকার সবচেয়ে চমকজাগানিয়া নাম ‘হনু-ম্যান’। গত ১২ জানুয়ারি মুক্তি পায় প্রশান্ত ভার্মার এই তেলেগু সিনেমা। সুপারহিরো ঘরানার এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তেজা সাজ্জা। মাত্র ৪০ কোটি রুপি বাজেটের এ ছবি বক্স অফিসে প্রায় ৩০০ কোটি রুপি ব্যবসা করে সবাইকে চমকে দিয়েছে।

তালিকার পাঁচে আছে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনেত্রী সিনেমা ‘দেবারা’। ছবিটি ৪০০ কোটি রুপি বেশি ব্যবসা করেছে। এ ছবি দিয়ে অনেক দিন পর হিট সিনেমার দেখা পেলেন শ্রীদেবী-কন্যা।

ব্যবসাসফল ১০ সিনেমা

১. ‘পুষ্পা ২’—১ হাজার ৬৩১ কোটি রুপি (চলমান)
২. ‘কল্কি ২৮৯৮এডি’—১ হাজার ৫৪ কোটি রুপি
৩. ‘স্ত্রী ২’—৮৮৪ কোটি রুপি
৪. ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’—৪৬৪ কোটি রুপি
৫. ‘দেবারা’—৪২৮ কোটি রুপি
৬. ‘ভুল ভুলাইয়া ৩’—৪২১ কোটি রুপি
৭. ‘সিংহাম এগেইন’—৪০২ কোটি রুপি
৮. ‘ফাইটার’—৩৫৪ কোটি রুপি
৯. ‘আমরণ’—৩৪১ কোটি রুপি
১০. ‘হনু-ম্যান’—২৯৪ কোটি রুপি

Link copied!