• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

‘তুফান’ চোখে আগুনের নেশা, মিমিকে নিয়ে রোমান্টিক মুডে হাজির শাকিব খান


মো. বাবুল
প্রকাশিত: মে ১১, ২০২৪, ১২:২০ পিএম
‘তুফান’ চোখে আগুনের নেশা, মিমিকে নিয়ে রোমান্টিক মুডে হাজির শাকিব খান
‘তুফান’ পোস্টারে শাকিব খান ও মিমি চক্রবর্তী

তুফান-এর টিজার ভয়ঙ্কর বিধ্বংসী লুকে দেখা মিলেছিল সুপারম্টার শাকিব খানকে।  টিজার যখন ব্যপক প্রসংসায় ভাসছে তখন পোস্টারে চোখে আগুনের নেশা মেগাস্টার শাকিব খান ও মিমি চক্রবর্তী দেখা দিলেন রোমান্টিক মুডে। শনিবার (১১ মে)  সকালে শাকিব খানের ফেসবুক পেজে। তুফানের একট পোস্টার পোস্ট করে শাকিব খান লিখেন ‘তুফান’ অভিসয়াল পোস্টার। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্তদেন নানা কমেন্টে ভাসছে শাকিব খান।

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প।

এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেছেন, এ ধরনের সিনেমা আমি, শাকিব ভাই কেউ কখনও করিনি। ‘তুফান’ এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম। একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার। যেমন- কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান,  মিমি চক্রবর্তী,  ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে তুফান নিয়ে নিজের অনুভূতি জানালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

সম্প্রতি তিনি বেসরকারি এক টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘তুফান অবশ্যই ভালো লাগছে। এর টিজার, পোস্টার দেখে তো মনেই হয়নি আমাদের বাংলাদেশের ছবি। আমাদের বাংলাদেশে এ ধরনের একটা ছবি হয়েছে।


এটা আমার মনে হয় সবারই একটা ভালো লাগার বিষয়। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি এ ধরনের একটা ভিন্ন লুকের শাকিব ভাইকে যেন দেখতে পাই।’

তুফানের মাত্র ৮১ সেকেন্ডের টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। অনেকেই বলেছেন, যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার ‘তুফান’। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। 
 

Link copied!