• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঢালিউডে কাজের অনুমতি পেলেন টালিউডের সায়ন্তিকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ০৪:৩৭ পিএম
ঢালিউডে কাজের অনুমতি পেলেন টালিউডের সায়ন্তিকা
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ঢালিউড সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, আগস্টের ১৫ তারিখ থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম। সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল।

এদিকে কলকাতার অভিনেত্রী সায়ন্তিকাকে কাজ করার অনুমতি দেওয়া হলেও ‘ছায়াবাজ’ সিনেমার কাজ এখনো শুরু করা যায়নি। জানা গেছে, ভিসা সংক্রান্ত জটিলতায় এখনো বাংলাদেশে আসতে পারেননি নায়িকা।

এর আগে এ সিনেমায় সায়ন্তিকার সঙ্গে ঢালিউড অভিনেতা জায়েদ খানের অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে, বিষয়টি স্বীকার করেননি জায়েদ। অভিনেতা জানিয়েছিলেন, এমন কিছু হলে নিজেই জানাবেন। তবে, সামনে নতুন চমকের ইঙ্গিত দিয়েছিলেন জায়েদ।

ঢালিউডে প্রথম হলেও এর আগে ২০১৮ সালে কলকাতার ‘নাকাব’ সিনেমায় বাংলাদেশের শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন সায়ন্তিকা। 

Link copied!