• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছন্দে ফিরল টালিউড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ০২:২৩ পিএম
ছন্দে ফিরল টালিউড
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা দেব ও মন্ত্রী অরূপ বিশ্বাসG। ছবি: সংগৃহীত

ছন্দে ফিরল টালিউড। টানা দুই দিনের অচলাবস্থা কাটিয়েঅবশেষে চেনা ছন্দে ফিরল টালিউড। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বুধবার (৩১ জুলাই)  সকাল থেকে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় শুটিং শুরু হয়েছে। শুটিংয়ের ফেরা জট কাটতে স্টুডিওপাড়ায় খুশির হাওয়া বইছে। টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে  মঙ্গলবার রাতেই মিষ্টি বিতরণ করা হয়।

কলকাতার গণমাধ্যম বলেছে, বুধবার সকালে ভারতলক্ষ্মী স্টুডিওতে একটি ধারাবাহিকের শুটিং করেছেন কাঞ্চন মল্লিক। টেকনিশিয়ানস স্টুডিওতে জি বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকের শুটিং হয়েছে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে টালিউডের ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া ও পরিচালকদের মধ্যে মতপার্থক্যের জেরে গত সোমবার থেকে কার্যত অচল ছিল টালিউড।

সোম ও মঙ্গলবার দুই দিন সিনেমা, সিরিয়াল কিংবা ওয়েব সিরিজ—সব ধরনের শুটিং বন্ধ ছিল। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা দেব ও মন্ত্রী অরূপ বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ করা যাবে না। তবে কেউ কোনো ভুল করলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে।

পরিচালকদের পক্ষ থেকে গৌতম ঘোষ জানান, শুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম-সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হবে। সেই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

Link copied!