দেশের শোবিজের জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আজকের মেহজাবীন তার নিজের একার তৈরি না।
মেহজাবীন বলেন, “১৩ বছর আগে সেই প্রথম নাটক থেকে এখানে আসতে আমার একার কোনো অর্জন নেই। প্রথম নাটকে অভিনয়ের পরপর শুরুর দিকে কাজের সময় কীভাবে সংলাপ দিতে হবে, কীভাবে অভিনয় করতে হবে, কীভাবে অভিব্যক্তি প্রকাশ করতে হবে, অনেক পরিচালক, অনেক সহশিল্পী আমাকে হাতে ধরে ধরে কাজ শিখিয়েছেন। এগিয়ে দিয়েছেন আমাকে। তাই আজকের এই মেহজাবীন তার নিজের একার নয়, অনেক মানুষের অবদান আছে তার মধ্যে।”
অভিনয়জীবনে মেহজাবীন চৌধুরী খণ্ডনাটক, ধারাবাহিক, ওটিটি মিলিয়ে ৪৯০টির বেশি কাজে সক্রিয় ছিলেন। ১৩ বছর আগে ২১ ফেব্রুয়ারিতে তার অভিনীত প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’ প্রচারিত হয়েছিল। সে পথচলা দিনে দিনে বিস্তৃত হয়েছে। টেলিভিশন চেয়ে এখন ওটিটি প্ল্যাটফর্মে তিনি বেশি দর্শকদের নজর কাড়ছেন।