• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কানে প্রাণোচ্ছল ভাবনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৪, ১২:০২ পিএম
কানে প্রাণোচ্ছল ভাবনা
মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: ফেসবুক থেকে

আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।  ফ্রান্সে বৈশ্বিক চলচ্চিত্রের সম্মানজনক কান আসরে  রয়েছেন এই অভিনেত্রী। জনপ্রিয় এই অভিনেত্রী একটা সময় পুরান ঢাকায় থাকতেন, কানে গিয়ে প্রথমে সেই স্মৃতিচারণাই করেছেন এই অভিনেত্রী। কান উৎসব ভাবনার কাছে স্বপ্নের মতো। সেই স্বপ্ন পূরণ হয়েছে, তাই খুশিও উপচে পড়ছিল তাঁর কান–যাত্রার ডায়েরিতে।

 অভিনেত্রী বলেন, ‘কোনো ছবি নিয়ে আসতে পারিনি, নিজ উদ্যোগে এসেছি, একা এসেছি। এতেই আমি নিজেকে গর্বিত মনে করি। সিনেমা দেখব, বিশ্ব চলচ্চিত্রের রথী-মহারথীদের সঙ্গে সাক্ষাৎ হবে, কথা হবে, এটা তো ভীষণ ভালো লাগার।’

ভাবনা সত্যিই বলেছেন। পুরো কান–যাত্রায় তাকে দেখা গেছে প্রাণোচ্ছল-উচ্ছ্বসিত। সেখানে বেশ কাটছে তরুণ এই অভিনেত্রীর। এমনকি ব্যতিক্রমী সব পোশাকে নিজেকে সাজিয়েছেন, একেক দিন একেক রকম ডিজাইনার পোশাক পরে ভক্ত-দর্শকদের চমকে দিয়েছেন ‘ভয়ংকর সুন্দর’ অভিনেত্রী। ভাবনা শিল্পমনা। ছবি আঁকতে ভালোবাসেন। সেটি কমবেশি সবারই জানা। কানে গিয়ে নিজের পোশাকের মাধ্যমে সেই শৈল্পিক ভাবনার প্রমাণ দিয়েছেন ভাবনা।

প্রথম দিনে উৎসবস্থলে পরেছেন কালো রঙের ব্লেজার। সাধারণ সাজে স্নিগ্ধ দেখাচ্ছিল অভিনেত্রীকে। দ্বিতীয় দিনে অভিনেত্রী হাজির হন নীল রঙের ফুলেল নকশা করা গাউনে। ছিল না গয়নার চাকচিক্য। ভাবনা বলেছেন, তাঁর পোশাকের ফুলগুলো নাম না জানা জংলি ফুল। পরে কালো-সোনালি গাউনে নজর কাড়েন তিনি। পোশাকটি তাঁর কান লুকের বিশেষ আকর্ষণ। কারণ, সেটি অভিনেত্রীর প্রিয় পাখি কাকের আদলে নকশা করা। ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘কান উৎসবে আমার সঙ্গে আমার কাকদের নিয়ে হাজির হয়েছি।’

পাশাপাশি কালো রঙের আরেকটি গাউনে নজর কেড়েছেন অভিনেত্রী। সেই পোশাকে কালজয়ী চার অভিনেত্রী ববিতা, সুবর্ণা মুস্তাফা, মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্নের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নায়িকা। সবাই ভাবনার প্রিয় অভিনেত্রী।

শাড়িতেও অনবদ্য ভাবনা। সেখানেও আছে ভিন্নতার ছোঁয়া। শাড়ি পরেই লালগালিচায় হাঁটেন অভিনেত্রী। শুধু তা–ই নয়, নিজের মায়ের বিয়ের শাড়ি পরেও কান উৎসবে চমক দেখিয়েছেন অভিনেত্রী। এ ছাড়া ঢাকাই জামদানির সঙ্গে রিকশা পেইন্টের মোটিফে তৈরি ব্লাউজ আর নিখুঁত কারুকাজের গয়নায় অপূর্ব স্নিগ্ধতায় ভরিয়ে তুলেছেন উৎসব প্রাঙ্গণকে।


ভাবনা যে শুধু ফ্যাশন আর ভিন্ন ধাঁচের পোশাক পরে নজর কেড়েছেন, তা কিন্তু নয়। দিয়েছেন সুখবরও। কানে বসেই নিজের সপ্তম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। প্রাথমিক ধাপ হিসেবে বাংলাদেশি এক নির্মাতার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির নাম ‘জেনুবিয়া’। পরিচালক জাফর ফিরোজ আর এই ছবির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিয়াও লি, যিনি একজন ব্রিটিশ–চায়নিজ প্রযোজক। ছবিটি বাংলা, ইংরেজি ও চীনা ভাষায় তৈরি হবে বলে জানান পরিচালক। পাশাপাশি তিন দেশে মুক্তির পরিকল্পনাও আছে। জাফর বলেন, ‘এ বছরের নভেম্বরে মালয়েশিয়ায় আমরা একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করছি। তারই মার্কেটিংয়ের জন্য কান উৎসবে যাই। “জেনুবিয়া” ছবি নিয়েও পরিকল্পনা চলছিল। কান উৎসবে যাওয়ার পর শুনলাম, বাংলাদেশ থেকে ভাবনা এসেছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করি। এরপর দেখা করে কথা বললাম। গল্প শোনালাম। গল্প শুনে তিনি রাজি হলেন। আমরাও চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, একসঙ্গে কাজটি করছি।’


প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বেশ উচ্ছ্বসিত ভাবনাও। ‘জেনুবিয়া’ ছবি প্রসঙ্গে বলেন, ‘প্রথম কথা হচ্ছে, এই উৎসবে আমি একাই এসেছি। আসার সময় খুব ভয় পাচ্ছিলাম, একা একা সব করতে পারব কি না। কিন্তু আমার পরিবার, আমার বন্ধু ও আমার খুব কাছের মানুষেরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন। তাই আমি এখানে এসে একা সবকিছু করলাম। ছবিতেও সাইন করলাম। একজন অভিনয়শিল্পী হিসেবে এটাই তো সবচেয়ে বড় পাওয়া।’ তিন মাসের মধ্যেই মালয়েশিয়ায় ‘জেনুবিয়া’ ছবির শুটিং শুরু হবে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির পোস্টারও। যেটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।


‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয় ভাবনার। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি মডেলিং ও নাটকে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। নিজের লেখা বইও প্রকাশ করেছেন ভাবনা।
কানে গিয়ে নিজের পোশাকের মাধ্যমে শৈল্পিক ভাবনার প্রমাণ দিয়েছেন ভাবনা।

Link copied!