প্রতি বছর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত হয় এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ । এবারের ২৮ তম এই উৎসব-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা।
ভ্যারাইটি পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিউ কারেন্ট কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে দুই নতুন নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী ও বিপ্লব সরকারের সিনেমা। ইকবাল হোসাইনের ‘বলী’ (দ্য রেসলার) সিনেমায় সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন। অন্যদিকে ‘আগন্তুক’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। এ ছাড়া এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘জিসোক’ বিভাগে জায়গা করে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
এর আগে বুসানের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বীতা করা বাংলাদেশের একমাত্র সিনেমা ছিল -জালালের গল্প। এবার মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ ছাড়াও আছে জাপান, ভারত ও থাইল্যান্ডের সিনেমা।
আগামী ৮ অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে উৎসবটি শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।