• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

শিশিতে রক্ত ভরে পাঠানোর হুমকি, কী ঘটেছিল রাবিনার?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৪:৫৮ পিএম
শিশিতে রক্ত ভরে পাঠানোর হুমকি, কী ঘটেছিল রাবিনার?
রাবিনা ট্যান্ডন। ছবি: সংগৃহীত

রাবিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকে পর্দায় ঝড় তোলা বলিউড অভিনেত্রী। রোম্যান্টিক হোক অথবা কৌতুক চরিত্রে, তার সাবলীল অভিনয় আর সৌন্দর্যে কুপোকাত ভারতীয় দর্শক। অভিনেত্রীকে বিয়ে করার বাসনা, নিজেকে অভিনেত্রীর স্বামী হিসাবে পরিচয় দেওয়া— পুরুষ অনুরাগীদের এই উন্মাদনার কথা আলোচনার কেন্দ্রে সেই সময়।

তবে এক অনুরাগীর উন্মাদনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন নায়িকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সে কথাই জানালেন অভিনেত্রী। ঠিক কী ঘটেছিল?

অনেক সময় ভক্তদের অতিরিক্ত আবেগ, উন্মাদ কাজকর্ম তারকাদের মধ্যে বিরক্তির সৃষ্টি করে। অভিনেত্রীর কথায়, সেই ভক্ত ভয়ঙ্কর। তিনি মনে মনে ভেবে নিয়েছিলেন, রবিনা তার স্ত্রী এবং অভিনেত্রীর সন্তানেরা স্বামী অনিল ট্যান্ডনের নয়, বরং তার।

‘গোয়ার সেই ভক্ত দাবি করেছিলেন, উনি আর আমি নাকি বিবাহিত! ক্যুরিয়ারে আমাকে শিশিতে ভরে রক্ত পাঠাবে! রক্তে লেখা চিঠি, অশ্লীল ছবি পাঠানোর কথাও বলেছিলেন। তিনি নাকি নিশ্চিত আমার আর অনিলের সন্তানেরাও ওরই সন্তান। পাগলের মতো আর রীতিমতো ভয়ঙ্কর!’  আতঙ্ক ঝরে পড়েছিল অভিনেত্রীর কণ্ঠে।

আরও এক অনুরাগীর কথা জানালেন অভিনেত্রী। বাড়ির সদর দরজার বাইরে অপেক্ষা করছিলেন তিনি। যেই অভিনেত্রীর স্বামী অনিল গাড়ি নিয়ে বেরচ্ছেন, বড় পাথর ছুড়ে মেরেছিলেন তাঁর দিকে। এই দু’টি ঘটনার পরে ঘনিষ্ঠ অনুরাগীদের নিয়ে বৈঠক করেন রবিনা। পুলিশি ব্যবস্থাও নেন অনিলের নিরাপত্তার কথা মাথায় রেখে।

Link copied!