বিশ্বসিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
জানা গেছে, ভাবনা নিজ উদ্যোগেই কান উৎসবে যোগ দিয়েছেন। কারণ নিজেকে একটু ভিন্নরূপে উপস্থাপন করা। এ জন্য একেকদিন একেক ডিজাইনের আকর্ষণীয় পোশাক পরছেন তিনি। এরই মধ্যে সবার নজরও কেড়েছেন এ অভিনেত্রী। বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি পোশাকে মুগ্ধতা ছড়ালেন ভাবনা।
ভাবনা এসব ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন। এতে ভীষণ আনন্দিত তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই তার এসব ছবির ব্যাপক প্রশংসা করছেন। দেশীয় শোবিজের অনেক তারকা তার এসব ছবি শেয়াও দিচ্ছেন।
ভাবনার এ ছবি দেখে অভিনেত্রী সুইটি লিখেছেন, বিউটিফুল, মৌসুমী হামিদ লিখেছেন, শুভেচ্ছা জানিয়েছেন।
আকমল হোসেন খোকন নামের একজন সোশ্যাল মিডিয়ার মন্তব্যের ঘরে লেখেন, নান্দনিক! ঝলসে দিয়েছো চারদিক! মুগ্ধতা জানালাম। ফাতেমা জাহাঙ্গীর নামের একজন লিখেছেন, বিউটিফুল।
গত ১২ মে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে ফ্রান্সে যান। সেখা গিয়ে ফেসবুক পোস্টে ভাবনা লেখেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান।’
এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘আমার কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। অনেক দিনের ইচ্ছা ছিল কান উৎসবে আসার। নিজের চেষ্টায় আমি যে এখানে আসতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া। কোনো ছবি নিয়ে আসতে পারলে অনেক ভালো লাগত।’
বিভিন্ন দেশের ২২টি সিনেমা জায়গা পেয়েছে প্রতিযোগিতা বিভাগে। ১৮টি সিনেমা লড়বে আঁ সার্তে রিগার্ডে। ২৫ মে পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামবে উৎসবের।
উৎসবের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন কোয়ান্তাঁ দ্যুপিয়ো। অভিনয় করেছেন লিয়া সিডক্স, ভিনসেন্ট লিনডন, রাফায়েল কুইনার্ড প্রমুখ।
এবার মূল প্রতিযোগিতা বিভাগের জুরিবোর্ডে ৯ জনের মধ্যে ৫ জন নারী। জুরিবোর্ডের প্রধানের দায়িত্ব পালন করবেন ‘বার্বি’খ্যাত নির্মাতা ও অভিনেত্রী গ্রেটা গারউইগ। এ ছাড়া আছেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান।