• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

এবার ব্যোমকেশের চরিত্রে দেব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ০৫:০৩ পিএম
এবার ব্যোমকেশের চরিত্রে দেব

বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি কিছু চরিত্র আছে। এসব চরিত্রের প্রথম সাড়িতে আছেন ব্যোমকেশ বক্সী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট এই চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী এমনকি ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো খ্যাতিমান অভিনয়শিল্পীরা। এবার আমরা এই চরিত্রে দেখতে পাবো দেবকে।    

নতুন লুকে দর্শকের সামনে এসে সবাইকে চমকে দিলেন দেব। বেশ কিছু আগেই নতুন সিনেমার কথা টুইট করে ঘোষণা করেছিলেন তিনি। পরবর্তী সিনেমা নির্মিত হবে ব্যোমকেশের গল্পের প্রেক্ষাপটে। পয়লা বৈশাখের দিন প্রকাশ্যে এল সিনেমায় দেবের ফার্স্ট লুক।

পরনে কোট, এক হাতে টর্চ, অন্য হাতে সাপ আর চোখে মোটা ফ্রেমের চশমা— এমন লুকে সকলের সামনে এসে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দেব। এর আগে শঙ্করের চরিত্রে তাকে দেখেছেন দর্শক। বিপুল প্রশংসাও পেয়েছেন। এই প্রথম ব্যোমকেশের চরিত্রে তাঁকে দেখা যাবে।

আগে এই চরিত্রে অভিনয় করেছেন অনেকেই। তবে এই ঘোষণার পর নেটিজেনদের কটাক্ষের শিকার হন দেব। বেশির ভাগ মানুষ তাকে ব্যোমকেশ চরিত্রে মেনে নিতে পারছেন না। সাধারণ সেইসব নেটিজেনদের সাথে তাল মেলালেন অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়। এই নতুন ব্যোমকেশকে দর্শকের কতটা মনে ধরবে সেই উত্তর দেবে সময়।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘দুর্গরহস্যের’ প্রেক্ষাপটে সিনেমার গল্প বুনছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। প্রথমে এই সিনেমাকে কেন্দ্র করে নানা গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল, সৃজিত মুখোপাধ্যায় নাকি পরিচালনা করবেন এই সিনেমা। যদিও সেই জল্পনা যে মিথ্য তা নিজেই জানান পরিচালক।

Link copied!