• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

তারা দুজনেই ধর্মান্তরিত হয়েছিলেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০১:২৩ পিএম
তারা দুজনেই ধর্মান্তরিত হয়েছিলেন
অঞ্জনা রহমান- প্রবীর মিত্র। ছবি” কোলাজ

সদ্য প্রয়াত হলেন ঢালিউডের দুজন উজ্জ্বল নক্ষত্র। একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ও নৃত্য শিল্পী অঞ্জনা রহমান এবং অন্যজন ঢালিউডের রঙ্গীন নবাব খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র। তাদের দুজনেরই একটা সাদৃশ্য হচ্ছে তারা দুজনেই ধর্মান্তরিত হয়েছিলেন। আবার প্রায় কাছিাকাছি সময়ে মারাও গেছেন।

অঞ্জনা রহমান। ক্যারিয়ারের শুরুতে তার নাম ছিল অঞ্জনা সাহা । বিয়ের কারণে নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন অভিনেত্রী। ঢালিউড পরিচালক আজিজুর রহমান বুলিকে বিয়ে করে ধর্মান্তরিত হন তিনি। পরে তাদের বিচ্ছেদও হয়ে যায়। ২০২৩ সালের অক্টোবরে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নিজের নাম পরিবর্তনের ব্যাপারে অঞ্জনা জানিয়েছিলেন—‘আমার বিয়ের পর নামের সঙ্গে রহমান যুক্ত হয়েছে। সেটি এখনো আছে। আমি সাহা পরিবারের মেয়ে; হিন্দু ছিলাম আমি’।

এদিকে প্রবীর মিত্র এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমি তো কনভার্ট হয়েই ওকে (স্ত্রী) বিয়ে করেছিলাম। তখন মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনো সে ধর্মেই আছি।’
অভিনেতার পারিবারিক সুত্র জানিয়েছে, বিয়ের সময় প্রবীর মিত্র নিজের নাম পরিবর্তন করে হাসান ইমাম রেখেছিলেন। যদিও চলচ্চিত্র যাত্রার শুরু থেকে মৃত্যু পর্যন্ত তিনি প্রবীর মিত্র নামেই সারাদেশের মানুষের কাছে সুপরিচিত ছিলেন।

অঞ্জনা রহমান শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর প্রবীর মিত্র মারা গেছেন রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Link copied!