ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর সিনেমাটি প্রশংসিত হয়। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন অভিনেতা আফরান নিশো। দেশের গন্ডি পেড়িয়ে ওপার বাংলায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২১ জুলাই পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’।
পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে গত ১৬ জুলাই ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। সেখানে সংলাপসহ সিনেমার কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। ট্রেলার দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে এক সংবাদ সম্মেলনে ‘সুড়ঙ্গ’ দেশ ছাড়িয়ে মুক্তি পাচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে এমনটি জানিয়েছিলো সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। এছাড়াও প্রথম বাংলা সিনেমা হিসেবে সৌদি আরবের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’।
ঈদের দিন সকাল থেকেই দেশের ২৮টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘সুড়ঙ্গ’। ‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। পরিচালক রায়হান রাফীর সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।