দক্ষিণি সিনেমার তারকা নায়িকা কাজল আগারওয়াল বলেছেন, “বলিউড ইন্ডাস্ট্রিতে নৈতিকতা ও মূল্যবোধের অভাব আছে।”
বৃহস্পতিবার (৩০ মার্চ) ভারতীয় গণমাধ্যম নিউজ এইন্টিনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাধারণত দেখা যায় দক্ষিণি ছবির তারকারা ক্যারিয়ারের একটি পর্যায়ে এসে বলিউডে কাজ শুরু করেন। কাজল আগারওয়াল এর ব্যতিক্রম। তিনি মুম্বাইয়েরই মেয়ে। সেখানে জন্মে তিনি থিতু হয়েছেন দক্ষিণে। তামিল ও তেলেগু সিনেমায় বেশি অভিনয় করেন তিনি।
এ প্রসঙ্গে কাজল বলেন, “দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই বন্ধুত্বপরায়ণ। সেখানে খুব সহজে যে কেউ মানিয়ে নিতে পারেন। এখানে অসাধারণ সব পরিচালকের পাশাপাশি রয়েছেন দক্ষ টেকনিশিয়ান। এ ছাড়া ভালো ভালো কনটেন্ট আছে।”
এর আগে প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাওয়াতের মতো তারকা বলিউড সম্পর্কে প্রায় একই ধরণের মন্তব্য করেছিলেন। প্রিয়াঙ্কা বলেছিলেন, তিনি বলিউডে নোংরা রাজনীতির স্বীকার হয়েছেন। এজন্য তিনি এ ইন্ডাস্ট্রি ছেড়ে হলিউডে কাজ শুরু করেন। এবার কাজল আগারওয়ালের কথা উঠে এলো বলিপাড়ার আরেক অন্ধকার অধ্যায়।