বর্তমানে চারপাশে খারাপ লোকের সংখ্যা বেশি : নোরা ফাতেহি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০২:২৩ পিএম
বর্তমানে চারপাশে খারাপ লোকের সংখ্যা বেশি : নোরা ফাতেহি
নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। খুব অল্প সময়েই নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন এই তিনি। তবে অভিনয়ের চেয়ে নাচেই বেশ পারদর্শী নোরা। শুধু তা-ই নয়, বলিউডে তিনি ‘বেলি ডান্স কুইন’ হিসেবে পরিচিত। ক্যারিয়ারের লম্বা সময়ে একাধিক মানুষের সঙ্গে নাম জড়ালেও কোনো সিরিয়াস সম্পর্কে দেখা যায়নি তাকে। এবার জানালেন সুন্দর বাচ্চার মা হতে চান এ অভিনেত্রী।

সম্প্রতি কানেক্ট এফএম কানাডার সঙ্গে একটি সাক্ষাৎকারে সুন্দর বাচ্চার মা হতে চাওয়ার বিষয়টি জানান নোরা।

এ প্রসঙ্গে নোরা বলেন, “আমি এমন মানুষকে খুঁজছি যে ঈশ্বরকে ভয় করে এবং যার লালন-পালন খুব ভালো হয়েছে। এরপর অর্থ এবং আর্থিক স্থিতিশীলতা ভালো আছে। আসলে যে ভেতর থেকে সত্যিই ভালো, তেমন মানুষ চাই। কারণ, বর্তমানে চারপাশে খারাপ লোকের সংখ্যাই বেশি।”

সুবিধাবাদী ও মিথ্যাবাদী মানুষরা আপনাকে ব্যবহার করে বছরের পর বছর থাকবে এবং আপনাকে চাইবে না। তারা আপনার টাকা, জনপ্রিয়তা কিংবা আপনার নেটওয়ার্ক চাইবে। চারপাশে সত্যিই অদ্ভুত মানুষ আছে। ভালো মনের কাউকে পেলে আমি খুশি হব।

এ সময় নোরার কাছে জানতে চাওয়া হয়, সুন্দর জীবনসঙ্গী আসলে কতটা গুরুত্বপূর্ণ? জবাবে অভিনেত্রী বলেন, “আমি বলতে চাচ্ছি, আমার ভালো জেনেটিক্স দরকার। কারণ আমি সুন্দর বাচ্চার মা হতে চাই।”
 

Link copied!