• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশের পুরো পরিস্থিতি খুবই ধূসর: স্পর্শিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ১২:০৬ পিএম
দেশের পুরো পরিস্থিতি খুবই ধূসর: স্পর্শিয়া
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতি খুবই ধূসর বলে মন্তব্য করেছেন টিভির প্রিয় মুখ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অনলাইন প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন  ওয়েব সিরিজ ‘রইল বাকি দশ’। মাসুদ জাকারিয়া পরিচালিত এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলোচিত এই অভিনেত্রী।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে শুটিং করা নিয়ে এই অভিনেত্রী বলেন, “মাত্র কয়েক দিন আগেও শুটিংয়ের ফাঁকে আলোচনায় নিজেদের কাজ প্রাধান্য পেত। আর এখন আমাদের শুটিংয়ে  আলোচনার বিষয়ই এই আন্দোলন। দেশে কী হচ্ছে, কী হবে, এর সমাধান কী? আমরা তো এই দেশের নাগরিক। এই দেশের আলো–বাতাসে বেড়ে উঠেছি। এই দেশের মাটিতে বসে খাই। 

এটা তো আমাদের দেশ—চিন্তা হওয়াটা স্বাভাবিক না? দেশের চলমান আন্দোলনের মধ্যেই শুটিং করছি। ঘরে তো আর বসে থাকা যায় না। কাজ করে খেতে হয় তো। এটা তো আমাদের পেশা। কাজ না করলে খাব কী? ঝুঁকি নিয়ে তাই কাজ করছি। দেশের এখন যে অবস্থা, তাতে একধরনের ঝুঁকি থাকেই। কাজের মানুষ কত দিন ঘরে বসে থাকব। জীবনের প্রয়োজনে বের হতে হবেই।”

অর্চিতা স্পর্শিয়া বলেন, “কোটা আন্দোলন নিয়ে চলমান সংঘাত শেষ করার জন্য একটি তাত্ক্ষণিক সমাধান বের করা জরুরি। যে তরুণ ছাত্ররা আন্দোলন করছে তাদের ভালোবাসা দিয়ে সামলানো উচিত, আগ্রাসন দিয়ে নয়। দেশের পুরো পরিস্থিতি খুবই ধূসর। তবে আমি আশাবাদী, সবকিছু ঠিক হয়ে যাবে। আবার সব স্বাভাবিক হয়ে যাবে।”

Link copied!