বিশ্ব চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব। আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে ৮০ তম ভেনিস চলচ্চিত্র উৎসবের। এবার প্রতিযোগিতা বিভাগের ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ বা গোল্ডেন লায়নের জন্য।
ভেনিস চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলো নিয়ে বিশ্ব চলচ্চিত্র বোদ্ধা, চলচ্চিত্রপ্রেমীদের আলাদা নজর থাকে। প্রতিবছর নির্বাচিত সিনেমা বাছাইয়ে থাকে আলাদা নজর। এবারও সেই ছাপ রয়েছে। মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বের খ্যাতিমান নির্মাতারা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এবারের উৎসবে গোল্ডেন লায়নের জন্য লড়বে বাস্টার ডেন (ডেনমার্ক), ডগম্যান (ফ্রান্স), দ্য বিস্ট (ফ্রান্স/কানাডা), হর্স-সাইসন (ফ্রান্স), এনেয়া (ইতালি), মায়েস্ত্রো (যুক্তরাষ্ট্র), প্রিসিলা (যুক্তরাষ্ট্র/ইতালি), ফাইনালমেন্তে (ইতালি), কমানদান্তে (ইতালি), লুবো (ইতালি/সুইজারল্যান্ড), অরিজিন (যুক্তরাষ্ট্র), দ্য কিলার (যুক্তরাষ্ট্র), মেমরি (মেক্সিকো/যুক্তরাষ্ট্র), আইও ক্যাপিতানো (ইতালি/বেলজিয়াম), এভিল ডাজ নট এক্সিস্ট (জাপান), গ্রিন বর্ডার (পোল্যান্ড/ফ্রান্স/চেক/বেলজিয়াম), দ্য থিওরি অব এভ্রিথিং (জার্মানি/অস্ট্রিয়া/সুইজারল্যান্ড), পুওর থিংস (ব্রিটেন), এল কোনডে (চিলি), ফেরারি (যুক্তরাষ্ট্র), আদাজিও (ইতালি), কোবায়েতা জি (পোল্যান্ড/সুইডেন) এবং হোলি (বেলহিয়াম/নেদারল্যান্ডস/ফ্রান্স/লুক্সেমবার্গ)।
তবে ন্যায্য পারিশ্রমিকের দাবির পাশাপাশি যেকোনো সৃজনশীল কাজে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকায় এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে হলিউডের অনেক তারকাই থাকবে না। গোল্ডেন লায়নের জন্য লড়াই চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।