• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পঙ্কজের যে গান শুনে কেঁদেছিলেন রাজকাপুরসহ গোটা দেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৭:২২ পিএম
পঙ্কজের যে গান শুনে কেঁদেছিলেন রাজকাপুরসহ গোটা দেশ
রাজকাপুর- পঙ্কজ উদাস। ছবি: সংগৃহীত

প্রখ্যাত সংগীতশিল্পী পঙ্কজ উদাসের মৃত্যুতে কাঁদছেন তার ভক্তরা। প্রায় ২৮ বছর আগেও ১৯৮৬ সালে তার ভক্তদের কাঁদিয়েছিলেন তিনি। তবে তখন তিনি কাঁদিয়েছিলেন একটি গানের মাধ্যমে। আর তার সেই ‘চিটঠি আয়ি হ্যায়’ গান শুনে কেঁদেছিলেন রাজকাপুরও।

পঙ্কজ উদাসে মূলত গজল গায়ক হিসেবে ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তার সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন। এরপর ১৯৮৬ সালে ‘নাম’ ছবিতে ‘চিটঠি আয়ি হ্যায়’ গান গেয়ে সবার মন জয় করে নেন। তারপর আর পেছন ফিরে দেখেননি তিনি।

‘চিটঠি আয়ি হ্যায়’ গান শুনে যেভাবে কেঁদেছিলেন রাজকাপুর তার একটি বর্ণনাও রয়েছে। জিও বাংলার এক প্রতিবেদনে বলা হয়, জন্মলগ্ন থেকেই এই গানের গায়ে লেগে আছে কান্নার দাগ। রাজকাপুর আর রাজেন্দ্র কুমার ছিলেন খুব ভাল বন্ধু। ‘চিটঠি আয়ি হ্যায়’ গানটি লিখেছিলেন আনন্দ বকসি। সুর দিয়েছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। এডিট করেছিলেন ডেভিড ধাওয়ান। গান তৈরির কাজ শেষ হয়ে যাওয়ার পর একদিন রাজকাপুরকে রাজেন্দ্রকুমার তার বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণ জানালেন। বন্ধুর ডাকে আসতেই হয়! এলেন রাজ বন্ধু রাজেন্দ্রর বাড়িতে। খাওয়াদাওয়ার পর ‘চিটঠি আয়ি হ্যায়’ শোনালেন বন্ধুকে। ন্যারেশন শুনে কেঁদে ফেলেছিলেন রাজ! এ গানের নিয়তি যেন সেদিনই স্থির হয়ে গিয়েছিল…

একা রাজ কাঁদেননি। এ গানে কেঁদেছিল গোটা দেশ। হলে ‘নাম’ ছবির প্রতিটি শোয়ে প্রায় একই দৃশ্য। সেই গল্প পঙ্কজকে বলেছিলেন তার মা জিতু বেন। ছবিতে এই গানের দৃশ্যে কেঁদে ফেলত দর্শকরা। আজও এই গানের আবেদন একই রয়েছে।

‘নাম’, ‘সাজন’, ‘মোহরা’র মত হিন্দি সিনেমায় প্লেব্যাক করে তুমুল জনপ্রিয়তা পান পঙ্কজ উদাস। ‘চাঁদনি রাত মে’, ‘না কাজরে কি ধার’, ‘অর আহিস্তা কিজি বাতি’, ‘এক তরফ উসকা ঘর’, ‘থোড়ি থোড়ি পিয়া করো’র মত গজল গেয়ে তিনি শ্রোতাদের মন জয় করে নেন।

কিংবদন্তি এ শিল্পী বিশ্বজুড়ে যেমন কনসার্ট করেছেন, তেমনই নিজের নামে অনেক অ্যালবামও বের করেছেন।

আনন্দবাজার লিখেছে, ১৯৫১ সালের ১৭ মে গুজরাটের জেটপুরে জন্ম নেওয়া পঙ্কজ উদাস ছিলেন পরিবারের কনিষ্ঠ সদস্য। পরিবারেই তার সংগীতে হাতেখড়ি। সংগীতের প্রতি উৎসাহ দেখে বাবা কেশুভাই তার তিন সন্তানকে রাজকোটের সংগীত অ্যাকাডেমিতে ভর্তি করে দেন।

শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরে গুলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নিতে শুরু করেন পঙ্কজ। পরে গোয়ালিয়র ঘরানার জনপ্রিয় শিল্পী নবরং নাগপুরকরের কাছে তালিম নিতে মুম্বাই যান পঙ্কজ।

সিনেমার গানে তার অভিষেক হয় ১৯৮৯ সালে ‘হাম তুম ওউর ওহ’ ছবির মাধ্য়মে। তারপর ‘সাথ সাথ’, ‘উৎসব’, ‘প্রেম প্রতিজ্ঞা’র মত চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। প্রখ্যাত এই সংগীশিল্পী আর নেই। ভারতীয় এই শাস্ত্রীয় সংগীতশিল্পী পঙ্কজ উদাস ২৬ ফেব্রুয়ারি মারা গেছেন।

 

Link copied!