• ঢাকা
  • রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০, ১৯ রজব ১৪৪৬

সাইফকে হামলাকারী ব্যক্তি বাংলাদেশি, বিস্ফোরক মুম্বাই পুলিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ১২:৪৫ পিএম
সাইফকে হামলাকারী ব্যক্তি বাংলাদেশি, বিস্ফোরক মুম্বাই পুলিশ
সাইফ আলি খানের হামলাকারী । ছবি: সংগৃহীত

বলিউড স্টার সাইফ আলি খানের বাড়িতে ডাকাতি এবং অভিনেতার উপর হামলার ঘটনায় রবিবার (১৯ জানুয়ারি) সামনে এল বিস্ফোরক তথ্য। এদিন সকালে সংবাদ সম্মেলন করে মুম্বাই পুলিশ জানাল, সাইফ আলি খান হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক, যার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। উক্ত ব্যক্তিকে বান্দ্রা থেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলি খানের হামলাকারী ভারতে ঢোকার পর নাম বদলে বিজয় দাস রেখেছিল। জোন ৯ এর ডিসিপি দীক্ষিত গেদাম জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর সে নিজের নাম পরিবর্তন করে। তিনি নিজের বর্তমান নাম বিজয় দাস হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন।

জানা গেছে, ৫-৬ মাস আগে মুম্বাই আসেন তিনি। কিছুদিন মুম্বাইয়ে ছিলেন এবং তারপরে মুম্বাইয়ের আশেপাশেই ছিলেন তিনি। অভিযুক্ত একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। অভিযুক্তের কাছ থেকে মিলেছে ভুয়া নথিপত্র। ভারতীয় নাগরিক হওয়ার পরিচয় দেখাতে পারেনি সে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ডাকাতির উদ্দেশ্য নিয়েই সাইফ আলি খানের বাড়িতে ঢুকেছিল সে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশকর্তা জানান, প্রথমবারই বান্দ্রার ওই বহুতলে প্রবেশ করে শরিফুল। গত ১৬ জানুয়ারি রাত ২টা নাগাদ সাইফের বাড়িতে ঢুকে পরে এই দুষ্কৃতী। তখন ঘুমাচ্ছিলেন অভিনেতা। ছেলের ঘর থেকে আওয়াজ শুনে উঠে পড়েন তিনি। এরপর সেই ‘হিংস্র’ দুষ্কৃতীকে আটকাতে গেলে ৬ বার ছুরি দিয়ে সাইফের উপর কোপ মারে সে।

জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করে রবিবরাই পুলিশি হেফাজতের দাবি করা হবে। পুলিশের কথায়, ‘ওর কাছে কোন ভারতীয় নথি নেই। যা কিছু বাজেয়াপ্ত করা হয়েছে তা ইঙ্গিত করে তিনি বাংলাদেশি নাগরিক, ছদ্মনাম হিসেবে বিজয় দাস নামটি ব্যবহার করতেন তিনি।’ –টাইমস অব ইন্ডিয়া

Link copied!