কলকাতার প্রভাবশালী মল্লিক পরিবারের মেয়ে তিনি। বাবা রঞ্জিত মল্লিক কিংবদন্তি অভিনেতা। বাবার নাম রক্ষা করে তিনিও হয়েছেন সফল অভিনেত্রী। প্রায় দুই দশক ধরে সাফল্যের সঙ্গে কলকাতার বাংলা সিনেমায় কাজ করছেন। তিনি কোয়েল মল্লিক। মায়াবী চাহনি, মিষ্টি হাসি আর অভিনয়ের গুণে নিজেকে অনন্যা রূপে প্রতিষ্ঠিত করেছেন। বিয়ে করে সংসারী হয়েছেন কোয়েল। হয়েছেন সন্তানের মা।
প্রথম সন্তান চার বছরে পা দিতে না দিতেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন কোয়েল মল্লিক।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সামাজিক মাধ্যমে ক্ষুদে বার্তায় জানালেন ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। যদিও নবজাতকের কোনও ছবি দেননি জনপ্রিয় এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই খুব একটা কথা বলেন না কোয়েল, খুব বেশি ছেলে কবীরের ছবি পোস্ট করতেও দেখা যায়না তাঁকে। মেয়ের জন্মের খবরও খুব সাদামাটা ভাবেই দিয়েছেন কোয়েল। অভিনেত্রীর ওই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে নেটিজেনরাও। ছেলে কবীরের জন্মের পর কাজে ফিরেছিলেন তিনি। এবার মেয়ের জন্মের পর কতদিনের মাথায় নতুন কাজ নিয়ে পর্দায় ফেরেন কোয়েল সেই অপেক্ষায় তার অনুরাগীরা।
প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিশপাল। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তাঁরা। এক ছেলের পর এবার মেয়ে হওয়ায় বেজায় খুশি নিশপাল ও কোয়েল।