• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ পেল ‘দ্য লাস্ট ওয়ার্ড’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৪:০৩ পিএম
অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ পেল ‘দ্য লাস্ট ওয়ার্ড’
‘দ্য লাস্ট ওয়ার্ড’ একটি দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে

বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা সাদেক সাব্বির তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট ওয়ার্ড’ নিয়ে অস্ট্রেলিয়ার SOLASTA INTERNATIONAL FILM FESTIVAL  (SIFF)-এ আমন্ত্রণ পেয়েছেন। 
আগামী মে মাসে সিডনিতে চার দিনব্যাপী আন্তর্জাতিক উৎসবে ২৫টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। Solasta creative Council  আয়োজিত এই উৎসবের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘দ্য লাস্ট ওয়ার্ড’।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, মনিরুজ্জামান লিপন, রাজু খান, সাবরিন আজাদ এবং আইমন শিমলা। উৎসবের আমন্ত্রণ প্রসঙ্গে সাদেক সাব্বির বলেন, ‘এটি শুধু আমার জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য আনন্দের একটি সংবাদ। এর আগে এই চলচ্চিত্র নিয়ে আমরা সাউথ কোরিয়ায় দেশের প্রতিনিধিত্ব করেছি। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে দাঁড়ানো সবসময়ই গর্বের বিষয়। এবার অস্ট্রেলিয়ার মতো বড় আসরে অংশগ্রহণ করতে পারাটা আমাদের জন্য আরেকটি বড় অর্জন।’

‘দ্য লাস্ট ওয়ার্ড’ চলচ্চিত্রটি ইতোমধ্যে সাউথ কোরিয়ার ইয়ুসো ইন্টারন্যাশনাল ওয়েব ফেস্টে আমন্ত্রণ পেয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা অর্জন করেছে। সাউথ কোরিয়া সরকারের আমন্ত্রণে সাদেক সাব্বির এবং চলচ্চিত্রটির অন্যতম অভিনেতা ইমতিয়াজ বর্ষণ সেই উৎসবে অংশ নেন।

এবার অস্ট্রেলিয়ার সোলাস্টা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ আমন্ত্রণ পাওয়ার মাধ্যমে ‘দ্য লাস্ট ওয়ার্ড’ নতুন এক উচ্চতায় পৌঁছেছে।

এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য সাদেক সাব্বির ও তার টিম ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন। বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এটি একটি গর্বের মুহূর্ত। সোলাস্টা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এর মতো বৃহৎ আসরে বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সংস্কৃতি ও গল্পের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!