• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লড়াকু মডেল লরেন ওয়াসার জীবনে সুখের মন্ত্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০১:০৬ পিএম
লড়াকু মডেল লরেন ওয়াসার জীবনে সুখের মন্ত্র

জনপ্রিয় আমেরিকান মডেল লরেন ওয়াসা গ্যাংগ্রিন রোগে দুই পা হারান। কিন্তু তিনি ভেঙে পড়েননি। এখনো তিনি মডেল হিসেবে সফল। বিশ্বকে তিনি মনে করিয়ে দেন সৌন্দর্যের অনেক ভিন্ন অর্থ রয়েছে।

লরেন ওয়াসার জন্ম সান দিয়েগোতে। তার বাবা-মাও মডেল ছিলেন। লরেন তার মায়ের সঙ্গে প্যারিস, লন্ডন এবং নিউ ইয়র্ক ভ্রমণে খুব তাড়াতাড়ি ফ্যাশন সার্কিটে চলে আসেন। এমনকি শৈশবেই তিনি ইতালিয়ান ভোগের প্রচ্ছদে মডেল হন।

লরেন একদিন তার বন্ধুদের নিয়ে পার্টিতে যাচ্ছিলেন। হঠাৎ পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পুলিশের অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা কিডনি ফেইলিউর ও দুটি হার্ট অ্যাটাক শনাক্ত করেন। এটি ছিল ২০১২ সালের ঘটনা। ডাক্তাররা তাকে মেডিকেল কোমায় রেখেছিলেন এবং বেঁচে থাকার সম্ভাবনা এক শতাংশ বলে অনুমান করেছিলেন।

এ প্রসঙ্গে লরেন একটি মার্কিন গণমাধ্যমকে বলেন, “দেড় সপ্তাহ পর আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে জেগে উঠলাম। আমি জানতাম না আমার কী ঘটছে। তারা আমাকে তরল দিয়ে পাম্প করেছে, আমি ভয়ঙ্করভাবে মোটা বোধ করেছি। আমার পায়ে আগুন লেগেছে, গ্যাংগ্রিনে ইতিমধ্যেই আমার ডান পা এবং বাম পা ঘোরাচ্ছে। কোনো উপায় ছিল না, ডাক্তারদের হাঁটুর নিচে আমার ডান পা কেটে ফেলতে হয়েছিল।”

লরেন আর বলেন, “হতাশা সত্ত্বেও আমি আস্তে ধীরে সোজা হতে শুরু করি। এখন আমি পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করি। কৃত্রিম যন্ত্র পায়ে পড়ে আমি বাস্কেটবল খেলি। এখন ম্যারাথন দৌড়ের প্রশিক্ষণও দিচ্ছি। নিজেকে অনেক সুখি মনে করি আমি।”

Link copied!