হিজাব ছাড়া জনসমক্ষে আসা ইরানে অপরাধ। নারীদের মাথা ও ঘাড় ঢেকে রাখতে হবে। সেই আইন লঙ্ঘন করায় চরম শাস্তির মুখে পড়লেন দেশটির নামী অভিনেত্রী আফসানেহ বায়েগান। হিজাব না পরায় তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের আদালত। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ।
এক প্রতিবেদনে ফারস নিউজ জানায়, শুধু হাজতবাস নয়, পাঁচ বছরের জন্য বহিষ্কারও করা হয়েছে ৬১ বছর বয়সী অভিনেত্রী আফসানেহ বায়েগানকে। পাশাপাশি আদালত তাকে দিয়েছে ‘মানসিক রোগী’ আখ্যা।
সম্প্রতি এক প্রদর্শনীতে হিজাবের বদলে মাথায় টুপি পরে হাজির হয়েছিলেন আফসানেহ। সেই ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। আর এতেই ঘটে বিপত্তি। সমাজের রক্তচক্ষুর শিকারও হয়েছেন আফসানে বায়েগান। সেই সঙ্গে জেলে থাকার পাশাপাশি প্রতি সপ্তাহে দুইবার করে মানসিক হাসপাতালে চিকিৎসা করিয়ে সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই অভিনেত্রীকে।
গত বছর মাসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর ইরানে হিজাব বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করেছিল। হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে পুলিশ মাসাকে আটক করে। পুলিশ হেফাজতেই মৃত্যু হয় ২২ বছর বয়সী কুর্দি তরুণীর। তারপর থেকেই রাস্তায় নেমে আন্দোলন শুরু করে ইরানি নারীরা।