• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

‘অন্তর্বর্তী সরকারকে মানুষের আস্থা তৈরি করতে হবে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৩:৩৭ পিএম
‘অন্তর্বর্তী সরকারকে মানুষের আস্থা তৈরি করতে হবে’
সংগীতশিল্পী ফাহদিমা নবী। ছবি: ফেসবুক থেকে

অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষের মাঝে আস্থার জায়গা তৈরি করতে হবে বলে পরামর্শ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহদিমা নবী। যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠান শেষ করে দেশে ফিরে দেশের সার্বিক অবস্থা দেখে এই মতামত গণমাধ্যমে ব্যক্ত করেন। ফাহমিদ নবী বলেন,  ‘আর কোনো প্রশ্নে তরুণ সমাজের দ্বিধাবিভক্ত হওয়া চলবে না, আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে এখন শান্ত হতে হবে। মোটকথা, সম্মিলিত প্রয়াসে দেশ এগিয়ে নিয়ে যেতে হবে। সব কাজ গুছিয়ে করতে হবে।’

দেশের নতুন অগ্রযাত্রায় সংশ্লিষ্টদের শুভকামনা জানিয়েছেন তিনি। এ ছাড়া অনাগত দিনগুলোতে সবার জন্য শান্তি ও স্বস্তি প্রত্যাশা করেছেন এই শিল্পী। ফাহমিদা নবীর বলেন ‘সমাজ গঠনে সংস্কৃতির ভূমিকা অনেক বড়। আমরা শিল্পীরা দেশের সংস্কৃতি বিশ্বের কাছে পৌঁছে দিই। এ কাজটি যেন যোগ্য মানুষের দ্বারা হয়। যারা দেশের সংস্কৃতির ধারক-বাহক, তাদের সুন্দর ও সুস্থ জীবনের অধিকারী হতে হয়। কিন্তু তারা অধিকাংশই নানান সমস্যায় আছেন। তাদের সব সমস্যা সমাধানের বিষয়েও নজর রাখতে হবে।’

জনপ্রিয় এই শিল্পী আরো বলেন, ‘দেশের নতুন অগ্রযাত্রায় সংশ্লিষ্টদের শুভকামনা জানাই। আমাদের দেশ এগিয়ে যাক। আসছে দিনগুলো সবার জন্য শান্তি ও স্বস্তিময় হোক। দেশে আর যেন অস্থির সময় না আসে। আমরা আর কোনো সহিংসতা চাই না।’

 

Link copied!