• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘রুচির দুর্ভিক্ষ’ নিয়ে কচি খন্দকার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০৮:০২ পিএম
‘রুচির দুর্ভিক্ষ’ নিয়ে কচি খন্দকার

‘রুচির দুর্ভিক্ষ’ নামের টেলিফিল্মটি আসন্ন কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি টেলইফিল্মটির নির্মাতা কচি খন্দকার গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

কচি খন্দকার বলেন,  “রুচি তো শুধু গান, নাটক বা সিনেমা নির্মাণেই সীমাবদ্ধ না। সবক্ষেত্রেই রুচির দুর্ভিক্ষ চলছে। তবে সেটা রক্ষা করার দায়িত্ব কেউ নিচ্ছে না। মূল্যবোধের জায়গায় আমরা যে অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছি, সেখান থেকেই এ টেলিফিল্মটি নির্মাণ করা হচ্ছে। আশা করি সমসাময়িক গল্পের টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।”

জানা গেছে, প্রায় দুই মাস আগে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মুখ থেকে বের হওয়া ‘রুচির দুর্ভিক্ষ’ শব্দযুগল তুমুল আলোচনার জন্ম দেয়। সেই আলোচনা এরই মধ্যে থেমেছে, এবার ‘রুচির দুর্ভিক্ষ’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করছেন কচি খন্দকার। শনিবার (২৭ মে) ঢাকায় শুরু হয়েছে এর শুটিং।

পরিচালনার পাশাপাশি টেলিফিল্মটি রচনাও করেছেন কচি খন্দকার। এর মূল চরিত্রে মামুনুর রশীদ ছাড়াও চাষী আলম, মায়মুনা মম, সৈয়দ মোসাফির বাচ্চু, শামীমা নাজনিন, ফরহাদ লিমনসহ আরও অনেকেই রয়েছে। কোরবানির ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিফিল্মটি।

 

Link copied!