মৎস্যকন্যার অস্তিত্ব রূপকথার জগতে থাকলেও এবার যেন মর্তে এসেছে সে কন্যা। সম্প্রতি এক ফটোশুটে মৎস্যকন্যা হয়ে ধরা দিলেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া।
ছবিতে তাকে দেখে মনে হয়, সমুদ্রের খুব গভীরে, একটি ঝিনুকের খোলার ওপর কিছুটা ঝুঁকে বসে রয়েছেন তারা সুতারিয়া। শরীরের উপরের অংশে সাদা ব্রা-লেট, নিচে সাদা মাঝের লেজের মতো একটি স্কার্ট লুটিয়ে রয়েছে। মাথা থেকে লম্বা চুল পিঠ ছাপিয়ে গেছে। ঠিক যেন ‘মৎস্যকন্যা’।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ফটোশুটের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা সুতারিয়া। ক্যাপশানে লিখেছেন ‘পানির নিচে’। সঙ্গে দিয়েছেন ঝিনুক ও মৎস্যকন্যার ইমোজি। ‘দ্য লিটল মারমেইড’-ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এই ফটোশুট করেছেন তারা।
তারাকে দেখে মুগ্ধ নেটিজেনরায়। অনেকে সেই পোস্টে কমেন্ট করে লিখেছেন, ‘দ্য লিটল মারমেইড’। উত্তরে অভিনেত্রী লিখেছেন, ‘আমাকে অ্যারিয়েল বলতে পারেন’। প্রসঙ্গত অ্যারিয়েল হলো ডিজনি প্রিন্সেস। এটি ডিজনির একটি চরিত্র। কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে আপনি স্বর্গে রয়েছেন।’ কারোর কথায় ‘বাস্তবের মারমেইড’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
অভিনয়ের ক্ষেত্রে বর্তমানে ‘অপূর্ব’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তারা সুতারিয়া। নিখিল নাগেশ ভাট পরিচালিত এই সিনেমাটি একটি মেয়ের গল্প বলবে। সিনেমার গল্পে উঠে আসবে, একটি ভয়ঙ্কর রাতের শেষে একটি মেয়ে কীভাবে বেঁচে ফেরে। নির্মাতারা বলছে এর আগে এমন অবতারে তারা সুতারিয়াকে দেখা যায়নি।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’ দিয়ে বলিউডে পা রাখেন তারা সুতারিয়া। অভিনয় ছাড়াও সংগীতশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার। তারা অবশ্য ২০১২ সালে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সংগীতশিল্পী হিসেবেই। পরে ধীরে ধীরে অভিনয়ে পা রাখেন তারা।