‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পুনর্বাসন’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার ৭ আগস্ট ফেসবুক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছেন।
ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছে শেখ হাসিনা। কিন্তু তার পরেও দেশের অশান্তি কমেনি। শেখ হাসিনার পদত্যাগের পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ভাঙতে দেখা গিয়েছে মানুষকে।
এই নিয়ে ফারুকী লেখেন-
"আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে ৩২ নম্বরের বাড়ির পুনর্বাসনের কাজ শুরু করা। এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং এ বাড়ি সম্পর্কিত বিভিন্ন ছবি, স্মৃতিস্মারক যা যা পাওয়া যায় তা দিয়ে যাদুঘর আবার চালু করা। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের উচিত হবে নিজেই বাড়িটা ভিজিট করা।
তিনি এই বাড়ি ভিজিট করলে একটা সিগনিফিকেন্স তৈরি হবে, একটা বার্তা দেবে। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এগুলো সব ঠিকঠাক করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের মন্দির থাকবে, মসজিদ থাকবে, প্যাগোডা থাকবে, গির্জা থাকবে, বোরকা থাকবে, জিনস থাকবে। সবকিছুই থাকবে বহুজনের এই সমাজে।"
ফারুকী লেখেন-
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কত বড় ঘৃণ্য কাজ, ভাবা যায়! বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা হিসেবে আপনি বঙ্গবন্ধুকে অস্বীকার করে আগাতে পারবেন না। এর আগে আমরা দেখলাম, আওয়ামী লীগ বলার চেষ্টা করছে, জিয়াউর রহমান রাজাকার। এইভাবে আমাদের অতীতকে আমরা যদি অসম্মান করতে থাকি, আমাদের মুক্তি নাই এই কাটাকুটির খেলা থেকে।