• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিয়ে করলেন ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার সেই কিশোর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০৪:৫৮ পিএম
বিয়ে করলেন ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার সেই কিশোর
অভিনেতা জাওয়াত আফনান ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

মোরশেদুল ইসলাম নির্মিত আলোচিত সিনেমা ‘আমার বন্ধু রাশেদ’। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন জাওয়াত আফনান। সিনেমাটি মুক্তির পর নিজের নাম ছাপিয়ে ‘রাশেদ’ নামেই পরিচিতি লাভ করেন এই শিশুশিল্পী। এরপর আর খুব বেশি অভিনয়ে দেখা যায়নি তাকে। সম্প্রতি বিয়ে করেছেন ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় দর্শকের মনে জায়গা করে নেওয়া সেই কিশোর।

জানা গেছে, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর প্রিয় মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাওয়াত। তার স্ত্রীর নাম ফারিয়ান নুসরাত মুমু। গত ২৩ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি। 

বিয়ে প্রসঙ্গে জাওয়াত আফনান বলেন, “আমাদের প্রেমের বয়স ১০ বছর। ২০১৩ সালে কলেজে পড়াকালীন মুমুর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারই সফল পরিণতি আমাদের বিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয়ের কারণে একাধিক পুরস্কারও জিতেছেন এই অভিনেতা। এরপর ২০১২ সালে ‘কিক অফ’ শিরোনামে একটি টেলিফিল্মে অভিনয় করেন আফনান। তারপর আর পর্দায় দেখা যায়নি আফনানকে। পড়াশোনা শেষ করে বর্তমানে এই অভিনেতা নিজের একটি প্রডাকশন হাউস নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’। ২০১১ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। 

Link copied!