• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুম্বাকে পেতে প্রয়োজনে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে: আসিফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ১২:৪৮ পিএম
পুম্বাকে পেতে প্রয়োজনে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে: আসিফ
কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি ফেসবুক থেকে

বৃষ্টিতে ভেজা একটি বিড়ালছানা বাসায় এনে আশ্রয় দেয় আমার ছোট ছেলে রুদ্র। কিন্তু নিউমোনিয়ায় মারা যায় বাচ্চাটা। এটা নিয়ে ছেলের ভীষণ মন খারাপ হলে বাসার কাজের বুয়া রেললাইনের পাশ থেকে আরেকটা বিড়ালের বাচ্চা এনে দেয়। নাম রাখে পুম্বা। তখন থেকেই সবার প্রিয় হয়ে ওঠে বিড়ালটি। সেই বিড়ালটি এবার হারিয়ে গেল। বিড়ালটি নিয়ে মন খারাপ জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরেরও।

সদ্য নতুন অ্যাপার্টমেন্টে উঠেছেন জনপ্রিয় এই শিল্পী। নতুন বাসায় উঠেই আদরের বিড়াল পুম্বাকে হারিয়ে ফেলেছেন তিনি। বাধ্য হয়ে গত বৃহস্পতিবার রমনা থানায় জিডি করতে হয়েছে তাকে। তবে আসিফ এও বলেছেন, পুম্বার জন্য প্রয়োজনে থার্ড ওয়ার্ল্ড ওয়্যার হবে।

এ নিয়ে ফেসবুক পেজ থেকে পোস্ট করে তিনি লিখেন, চার বছর ধরে তার ছোট ছেলে রুদ্র শখের বশে বিড়ালটি পালন করছে। কিন্তু নতুন ফ্ল্যাটে ওঠার দুই দিনের মাথায় পুম্বা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, এখনো খুঁজে পাইনি। বাধ্য হয়ে রমনা থানায় জিডি করেছি। এখানে প্রায় আড়াইশ ফ্ল্যাট। সব জায়গায় খোঁজা সম্ভব নয়, হয়তো কোনো বাসায় ঢুকে আছে, যিনি পেয়েছেন তিনিও হয়তো মালিক খুঁজছেন। সিসি ক্যামেরার সাহায্য নেওয়া হচ্ছে। আশা করি পেয়ে যাব।

তবে কেউ নিজের মনে করে নিয়ে থাকলে দিয়ে দিন। আসিফ বলেন, ‘বাসার পরিবেশ খুব গুমোট, পুম্বার জন্য প্রয়োজনে থার্ড ওয়ার্ল্ড ওয়্যার হবে।

আসিফ আরও বলেন, এর পর থেকেই বিপন্ন বিড়ালদের রেসকিউ করার চিন্তা আসে বড় ছেলে রণর মাথায়। সে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আটকে থাকা বিড়ালছানা উদ্ধার করে সেগুলো ট্রেনিং ও চিকিৎসা দেওয়ার পর অন্যের কাছে মাইগ্রেট করে দেয়। ছেলেদের মানবিক কাজগুলো আমাকেও ভীষণ প্রভাবিত করেছে।

Link copied!