যৌন হেনস্তার একের পর এক অভিযোগ নিয়ে তোলপাড় চলছে ভারতে। এরই মধ্যে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রীও। তবে প্রতিবাদ করতে পারেননি; বরং তিনি চুপ করে থাকতেই বাধ্য হয়েছেন।
সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে এসে এসব কথা বলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। ভূমি বলেন, “বহু যুগ ধরে অত্যাচারে জর্জরিত নারী। এককথায় সেই সমস্যার সমাধান সম্ভব নয়।”
কিন্তু মেয়েদের এবার মুখ খুলতে হবে। মুখ বুজে সহ্য করার বদলে প্রতিবাদ করতে হবে। তাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে যাওয়া অত্যাচারের কথা সমাজকে জানাতে হবে। তবে সমাজকে পাশে পাবেন তারা।
ভূমি আরও বলেন, “দেশের প্রতিটি পরিবারের মেয়েরা কোনো না কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন। আমিও আক্রান্ত হয়েছি। দিনের পর দিন সেই ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি। যার ছাপ এবং চাপ পড়েছে রোজকার জীবনযাত্রার ওপর, যা একেবারেই উচিত নয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, এক অ্যাওয়ার্ড শো’তে হাজির হয়েছেন ভূমি। তার পরনে এক আজব পোশাক। পোশাকের উপরিভাগ, বুকের কাছে স্বচ্ছ কাচের মতো। আর তার মধ্যেই খেলা করছে দুই নকল সাপ! ভূমির এই ব্লাউজ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক বিদ্রূপ শুরু হয়। হঠাৎ এমন পোশাক পরার কেন শখ জাগল অভিনেত্রীর, সেই প্রশ্নেই এখন বিদ্ধ তিনি। কেউ কেউ বলছেন, উরফির কাছ থেকেই আইডিয়া চুরি করেছেন ভূমি!