• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

যে কারণে নিজের বাড়ি ছাড়ছেন শাহরুখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১২:০০ পিএম
যে কারণে নিজের বাড়ি ছাড়ছেন শাহরুখ
মান্নাতের বারান্দায় শাহরুখ

নিজের বাড়ি ছেড়ে দিতে হচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। শাহরুখ খানের অনুরাগী মাত্রই ‘মান্নাত’ সম্পর্কে অবগত! ২৫ বছরের বেশি সময় ধরে এই বাংলোতে সপরিবার থাকছেন অভিনেতা। এমনকি মুম্বাইয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছেও ইতিমধ্যে অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে বাড়িটি। বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের বিপরীতে থাকা এই বাংলোর বাইরে প্রতিদিন শত শত শাহরুখ-ভক্ত ভিড় জমান। কিন্তু চলতি বছরের শেষ দিকে এই বাংলো ছেড়ে নতুন একটি অ্যাপার্টমেন্টে থাকতে যাচ্ছেন কিং খান।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন শাহরুখ? আসলে শিগগিরই মান্নাতে কিছু সংস্কারকাজ শুরু হতে যাচ্ছে, যে কারণে সুপারস্টারকে কিছুদিন পরিবার নিয়ে অন্য জায়গায় থাকতে হবে।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মান্নতকে আরও কিছুটা বড় করা হচ্ছে, আরও বেশ কয়েকটি নতুন ফ্লোর যুক্ত হচ্ছে শাহরুখের বাংলোতে। এ জন্য অভিনেতা ইতিমধ্যে আদালত থেকে অনুমতিও নিয়েছেন।

Shah Rukh Khan‍‍`s perfect family photo with wife Gauri, Aryan, Suhana and  AbRam! See pictures | India.com

এরই মধ্যে কিছু সংস্কারকাজ শুরু হয়েছে। এরপর ভারী কাজ শুরু হলে, বলিউড বাদশার পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। তাই সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন তারা।

জানা গেছে, স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চারতলায় থাকবেন শাহরুখ খান। এই ফ্ল্যাট তিনি প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে ভাড়া নিয়েছেন। উল্লেখ্য, শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে একটি চুক্তিতে রয়েছেন বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানি ও তার মেয়ে দীপশিখা দেশমুখ।

নতুন ফ্ল্যাটে শুধু খান পরিবারই থাকবে না, তাদের নিরাপত্তাকর্মী ও পরিচারকরাও থাকবেন। এমনকি কিছু অফিশিয়াল কাজও সেখান থেকেই সামলাবেন গৌরী ও শাহরুখ। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে তাদের গুনতে হবে ২৪ লাখ রুপি ভাড়া।

তবে নতুন ফ্ল্যাটে শাহরুখ-গৌরী কতদিন থাকার পরিকল্পনা করেছেন তা এখনো স্পষ্ট নয়। সূত্রের মতে, মান্নতের সংস্কার সম্পূর্ণ হতে দুই বছরের মতো সময় লাগতে পারে। ইতিমধ্যে শাহরুখ ও তার টিম নতুন অ্যাপার্টমেন্টে যথাযথ নিরাপত্তা ও গোপনীয়তার জন্য কাজ শুরু করেছেন। 
 

Link copied!