• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

যে কারণে নিজের অভিনীত সিনেমা নিজেই দেখেন না শাহরুখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ১০:৩১ এএম
যে কারণে নিজের অভিনীত সিনেমা নিজেই দেখেন না  শাহরুখ
শাহরুখ ও মাহিরা খান। ছবি: সংগৃহীত

বালিউড বাদশা শাহরুখ খান। মোটা টাকা খরচ করে যে সিনেমা দেখার জন্য দর্শকেরা প্রেক্ষাগৃহে ভিড় জমান, সেই সুপারস্টার নিজের সিনেমা নিজেই দেখতে যান না প্রেক্ষাগৃহে। কেন জানেন?

একবার এক সাক্ষাৎকারে নিজেই এই রহস্য ফাঁস করেছিলেন শাহরুখ। বলেছিলেন, নিজের সিনেমা নিজেই দেখতে যাওয়া মানে নিজের সাক্ষাৎকার নিজে আর একবার পড়ে ফেলার মতো। নিজের পিঠ নিজে চাপড়ে ফেলার মতো।

বাদশা বলেন, ‘আমি প্রাথমিকভাবে সিনেমা দেখতে যেতাম। কিন্তু দেখতাম, হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ অংশে খুব ভালো একটা সংলাপ বলছি আমি, সেটি হয়তো কেউ মন দিয়ে দেখছেই না। আমি তখন খুব অস্থির হয়ে পড়ি। কেউ হয়তো পপকর্ন খাচ্ছেন, কেউ ফোন দেখছেন, কেউ হয়তো আবার তার সঙ্গে যিনি গিয়েছেন তার সঙ্গে কথা বলতে ব্যস্ত। তখন আমার মনে হতো, ইস, ভালো জায়গাটা তো মিস হয়ে গেল, দেখলেন না। এরপর তো বেরিয়ে বলবেন সিনেমা ভালো হয়নি।’

 শাহরুখ খান বলেন, “এই জায়গা থেকে আমি সিনেমা দেখতে যাওয়া ছেড়ে দিয়েছি। আরও একটা মজার বিষয় হলো, আমি যে অংশটা হয়তো খুব মন দিয়ে করেছি, যেখানে আমার মনে হয়েছে আমি দারুণ করলাম, সেখানে হয়তো দর্শকদের তেমন একটা প্রতিক্রিয়া হলো না। আর যে অংশটায় আমি তেমনভাবে গুরুত্বই হয়তো দিইনি, মনে হয়েছে সময়ের অভাবে পরিচালক ‘ওকে’ বলে দিয়েছেন, সেখানে দেখি দর্শকদের উচ্ছ্বাস। আসলে একটা সময়ের পর আমি বুঝতে পারি, আমরা যেভাবে সিনেমাকে দেখি, সকলে তো সেভাবে দেখবে এমনটা নয়। তারা যাচ্ছেন আনন্দ করতে…। তাই ছেড়ে দিয়েছি। আমার এমন অনেক সিনেমা রয়েছে যা আমি আজ পর্যন্ত একবারও দেখিনি।”

Link copied!