• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

যে কারণে শাহরুখকে নিয়ে ‘অস্বস্তিতে’ মাহিরা খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ১২:২৩ পিএম
যে কারণে শাহরুখকে নিয়ে ‘অস্বস্তিতে’ মাহিরা খান
শাহরুখ ও মাহিরা খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান। নতুনদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই নায়কের সঙ্গে মাহিরা খান ২০১৭ সালে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ১২৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৩০০ কোটি রুপির বেশি।

অ্যাকশন-ক্রাইম-থ্রিলার ঘরানার ‘রইস’ সিনেমায় অভিনয়ের সুবাদে খ্যাতি কুড়ান মাহিরা খান। শাহরুখের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও দারুণ। বহুবার শাহরুখের সুখ্যাতি তার মুখে শোনা গেছে। কিন্তু সেই শাহরুখকে নিয়েই ‘অস্বস্তিতে’ পড়েছেন উর্দুভাষীর এই নায়িকা।

কয়েক দিন আগে ‘আলামি উর্দু কনফারেন্সে’ যোগ দেন মাহিরা খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াসীম বাড়ামি ও তাবিশ হাশমি। সঞ্চালকের প্রশ্নের জবাবে সেখানে ‘বলিউড বাদশা’র বিষয়ে নিজের অস্বস্তির কথা জানান মাহিরা খান।

শাহরুখ প্রসঙ্গে অস্বস্তি কেন হয়, তার কারণ ব্যাখ্যা করে পাকিস্তানি এই অভিনেত্রী বলেন, “যখন কেউ তাকে (শাহরুখ) নিয়ে প্রশ্ন করেন, আমি উত্তর দিই। আর তখনই মানুষ বলতে থাকেন ‘সে (মাহিরা) তার সম্পর্কে মোহাচ্ছন্ন হয়ে পড়েছে।’ এ কারণেই আমি বলি, তার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন না। এরপর তারা বলেন, ‘তার (শাহরুখ) সম্পর্কে সে কথা বলতে চায়।’ অথচ আমি নিজে থেকে কথা বলা শুরু করি না।”

পাকিস্তানি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মাহিরা খান। ফাওয়াদ খানের সঙ্গে ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি। ‘বোল’, ‘বিন রোয়ে’, ‘সাত দিন মহব্বত ইন’, ‘সুপারস্টার’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। 

Link copied!