• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

যে কারণে ৩০ বছরের পুরোনো শাড়িতে কীর্তির বিয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৪:০৭ পিএম
যে কারণে ৩০ বছরের পুরোনো শাড়িতে কীর্তির বিয়ে
কীর্তি সুরেশ। ছবি: সংগৃহীত

কীর্তি সুরেশ। দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা। গত বছরটা বিশেষ ছিল এই অভিনেত্রীর জন্য। কারণ, গত বছর তিনি সাত পাঁকে বাঁধা পড়েছিলেন। আর ২০২৪-এ অভিনেত্রীর বলিউডে অভিষেক হয়েছে। সম্প্রতি কীর্তি সুরেশ তার বিয়ের পোশাককে ঘিরে বিশেষ এক তথ্য জানালেন। গত ১২ ডিসেম্বর ছোটবেলার প্রেমিক অ্যান্থনি থাটিলকে বিয়ে করেছেন কীর্তি সুরেশ।

গোয়ায় দক্ষিণি রীতি মেনে তাঁরা চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের দিন অ্যান্থনি সাদা রঙের ধুতি-পাঞ্জাবিতে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। আর শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন কীর্তি সুরেশ।

সম্প্রতি এই দক্ষিণি নায়িকা বিয়ের সাজপোশাকের প্রসঙ্গে জানিয়েছেন যে এদিন তিনি ৩০ বছরের পুরোনো লাল শাড়ি পরেছিলেন। আর শাড়িটি তাঁর মায়ের বলে জানিয়েছেন কীর্তি। অভিনেত্রী বলেছেন যে লাল শাড়িটি মায়ের থেকে পাওয়া এক অমূল্য জিনিস। আর শাড়িটি ৩০ বছরের পুরোনো পারিবারিক ইতিহাসের এক অংশ বলে জানিয়েছেন তিনি। সাবেকি শাড়িতে আধুনিকতার ছোঁয়া দিয়ে আরও সুন্দর করে তুলেছিলেন খ্যাতনামা ডিজাইনার অনিতা ডোংগরে। এই শাড়িজুড়ে রুপালি সুতার কাজ করেছিলেন ডিজাইনার।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে কীর্তি বলেছেন, ‘বিয়েতে লাল শাড়ি পরার সিদ্ধান্ত আমার জন্য খুব সহজ ছিল।
শুরুতে আমার পরিকল্পনা ছিল যে বরের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসব। মায়ের আলমারি ঘাঁটাঘাঁটির সময় আমার নজরে আসে সুন্দর লাল শাড়িটি। শাড়িটির প্রতি আমার তৎক্ষণাৎ ভালোবাসা জন্মায়। আমি তখনই সিদ্ধান্ত নিই যে বিয়ের দিন এই শাড়িটাই পরব।’

বিয়ের দিন দক্ষিণি সাজে সেজেছিলেন কীর্তি সুরেশ। লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। আর শাড়ির সঙ্গে মানানসই জমকালো অলংকার পরেছিলেন তিনি। মাথার খোঁপায় লাগানো সাদা ফুলে আরও স্নিগ্ধতা ছড়িয়েছিলেন কীর্তি।

এদিকে এই দক্ষিণি নায়িকা ‘বেবি জন’ ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়া পা রেখেছেন। অ্যাটলি কুমার প্রযোজিত ছবিটিতে কীর্তি ছাড়া আছেন বরুণ ধাওয়ান, বামিকা গাব্বি, জ্যাকি শ্রফ। কালীস পরিচালিত ‘বেবি জন’ ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে।

Link copied!