• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে কারণে কোটা সংস্কার আন্দোলনে নিশ্চুপ ছিলেন চঞ্চল চৌধুরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৩:২৮ পিএম
যে কারণে কোটা সংস্কার আন্দোলনে নিশ্চুপ ছিলেন চঞ্চল চৌধুরী
অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবি: ফেসবুক থেকে

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে সাধারণ জনগণের পাশাপাশি তারকারও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে। তবে এ বিষয় নিয়ে যেসব তারকা নিশ্চুপ ছিলেন তাদের মধ্যে অন্যতম অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক মাধ্যমে এই নিয়ে আলোচনা- সমালোচনা যখন  চলছে ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। 

শুক্রবার (৯ আগস্ট) ফেসবুকে  দীর্ঘ এক পোস্ট করেছেন চঞ্চল। যেখানে দাবি করেছেন তার মায়ের অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় হতে পারেননি।

দেশে সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি কোন মন্তব্য করেননি দাবি করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি।’

জনপ্রিয় এই অভিনেতা আরও লিখেছেন, ‘আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’

চঞ্চল চৌধুরী অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল-প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন। এছাড়া মোট বারোটি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। 

Link copied!