হঠাৎ স্থগিত করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন। শনিবার (২৮ ডিসেম্বর ) রাজধানীর এফডিসিতে এটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গতকাল তা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) বর্তমান কমিটির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ পিছিয়ে যাচ্ছে। শিগগিরই নতুন তারিখ জানানো হবে।’
নির্বাচনের দু’দিন আগে হঠাৎ ছড়িয়ে পড়ে, এফডিসিতে কোনো নির্বাচন করা যাবে না। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে দুই প্যানেলের পক্ষ। সেখানে জানানো হয়, নির্বাচনে কোথাও থেকে কোনো বাধা আসেনি। সুতরাং পূর্বনির্ধারিত তারিখেই হবে নির্বাচন।
নির্বাচনে একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল। অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দিন সাফি।
জানা গেছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এফডিসি কর্তৃপক্ষ থেকে নির্বাচনের প্রার্থীদের জানানো হয়, ২৮শে ডিসেম্বর নির্বাচন করতে পারবে না তারা। এ খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই এফডিসিতে জড়ো হতে থাকেন পরিচালকরা। সকাল থেকেই এফডিসি’র ডিজি’র সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন তারা। একপর্যায়ে পরিচালকদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে তারা জানতে পারেন নির্বাচনের বিষয়ে কোথাও থেকে কোনো নিষেধাজ্ঞা আসেনি। পরবর্তীতে সন্ধ্যার পর ফের নির্বাচন ঘিরেই অনিশ্চয়তা দেখা দেয়।
এদিকে তথ্য মন্ত্রণালয় থেকে নির্বাচনে কোনো বিধিনিষেধ আছে কিনা জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারাহ শাম্মী বলেন, এ নিয়ে তথ্য উপদেষ্টার পক্ষ থেকে বার্তা আসবে। তারপর বলা যাবে হবে কি হবে না।