দেশের আধুনিক ১৫টি সিনেমা হলে শুক্রবার (১৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সিনেমা ‘৮৪০’ । হলগুলোর মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্স ঢাকা ও চট্টগ্রামের ছয়টি শাখা। এছাড়াও ঢাকার ব্লক বাস্টার সিনেমাস ও শ্যামলী সিনেমা, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, বগুড়ার মম ইন এবং পাবনার রূপকথা।
‘৮৪০’ সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী।
‘৮৪০’-এর পোস্টার, ট্রেলার ও প্রিমিয়ার শো ইতোমধ্যে শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ধারণা করা যাচ্ছে, প্রেক্ষাগৃহ থেকেও দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।
এর আগে দেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসংগতিগুলো স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে চারিদিকে হইচই ফেলে দিয়েছিলেন ফারুকী। এবার প্রেক্ষাগৃহে কেমন সাড়া পড়ে তা দেখার জন্য অপেক্ষায় আছেন দর্শক এবং সিনেমা সংশ্লিষ্টরা।
সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ।