• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘অভিনেত্রীকে বলি কোলের ওপর বসতে, ফ্লোরে অনেকেই ছিলেন, তারা জানেন কী ঘটেছিল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:৫৯ পিএম
‘অভিনেত্রীকে বলি কোলের ওপর বসতে, ফ্লোরে অনেকেই ছিলেন, তারা জানেন কী ঘটেছিল’
ছবি : সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। ইস্টার্ন ইন্ডিয়া ডিরেক্টর বোর্ড থেকে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। পরিচালক জানিয়েছেন, তাকে না জানিয়ে সদস্যপদ স্থগিত করা হয়েছে।

অভিনেত্রী তার বিরুদ্ধে অভিযোগ করে জানিয়ে ছিলেন, কাজ দেওয়ার কথা বলে অভিনেত্রীদের শ্লীলতাহানি করতেন সেই পরিচালক।

অরিন্দম শীল মহিলা কমিশনের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, কোনো অভিনেত্রী যদি তার আচরণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। 

তিনি বললেন, “সেদিন একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং ছিল। কোনোরকম বেড সিন বা লিপলক না থাকলেও, সেটি এককথায় ঘনিষ্ঠ দৃশ্য। যেখানে দেখা যাবে অভিনেতা চেয়ারে বসে এবং তার কোলের ওপরে অভিনেত্রী। কীভাবে শুটিং করা হবে, সেটা বোঝাতেই অভিনেত্রীর সঙ্গে রিহার্সাল করতে শুরু করি। আমি অভিনেত্রীকে বলি আমার কোলের ওপর বসতে। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম যে ওর কোনো অসুবিধা আছে কি না? আমি ওকে বারবার প্রশ্ন করেছিলাম, কোনো অসুবিধা নেই তো তোর? সব ঠিক আছে তো?’

পরিচালক বলেন, “কোনোভাবে সেই অভিনেত্রীর গালে আমার মুখ লেগে যায়। যদিও সেটা অনিচ্ছাকৃত। পুরোটাই অ্যাক্সিডেন্ট।’
অভিনেত্রী অভিযোগ করে বলেন, বিতর্কিত সেই ঘটনার দিন ফ্লোরে অনেকেই উপস্থিত ছিলেন, তারা জানেন আসলে কী ঘটেছিল।

ইস্টার্ন ইন্ডিয়া ডিরেক্টর বোর্ড থেকে অরিন্দম শীলের সদস্যপদ স্থগিত হওয়ার পর, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, “পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম এই জীবনে দেখতে পারব না। কিন্তু কুড়ি বছর পরে হলেও ভগবান যে এইটুকু কথা রেখেছেন তাই অনেক।”

Link copied!